ফটো ফিচার

এক ফ্রেমে ‘থালা’ আর ‘ইউনিভার্স বস’, স্ত্রীর প্রশংসায় পোলার্ড

এক ফ্রেমে পাওয়া গেল মহেন্দ্র সিং ধোনি ও ক্রিস গেইলকে। মাঠের বাইরেও দুর্দান্ত সময় কাটাচ্ছেন শুবমান গিল। কিংবদন্তি ডেভিড গাওয়ারের সঙ্গে সময় কাটিয়ে নিজের অভিজ্ঞতার ঝুলি আরও সমৃদ্ধ করেছেন মঈন আলী। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
সময় এখন শুবমান গিলের পক্ষে। মাঠে ব্যাট হাতে সৌরভ ছড়ানো গিল মাঠের বাইরেও ছড়াতে চান সৌরভ।
বাঁহাতি ব্যাটসম্যান, তবে বল করেন ডান হাতে। ডেভিড গাওয়ার ও মঈন আলীর মিল এখানে। ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগে ধারাভাষ্য দিতে এসেছেন গাওয়ার। মঈন এসেছেন খেলতে। সেখানেই গাওয়ারের সঙ্গে সময় কাটিয়েছেন মঈন।
এক দিন আগে শেষ হওয়া বিগ ব্যাশে খেলেছেন আসিফ আলী। সামনেই পিএসএল। মাঝের এই অবসর সময়টুকু সন্তানকে দিচ্ছেন এই ব্যাটসম্যান।
বিশ্বকাপে মাঠে নামার আগে নির্ভার থাকার চেষ্টা স্মৃতি মান্ধানাদের।
পিএসজিতে একসময় নেইমারের সতীর্থ ছিলেন ইকার্দি। এখন খেলছেন গালাতাসারায়ের হয়ে। নেইমারের জন্মদিনে পুরোনো সতীর্থকে মনে করেছেন ইকার্দি। জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছা।
স্ত্রীর প্রশংসা করতে মোটেই কার্পণ্য করেন না ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি কাইরন পোলার্ড। এই যেমন আজকের সকালের নাশতায় আরও একবার জীবনসঙ্গীকে প্রশংসায় ভাসালেন।
‘থালা’ আর ‘ইউনিভার্স বস’ এক ফ্রেমে। ইনস্টাগ্রামে ধোনির সঙ্গে ছবি শেয়ার করে গেইল লিখেছেন, ‘দীর্ঘজীবী হও কিংবদন্তি।’