ভাগ্য শ্রেয়াস আইয়ারের সঙ্গে ছিল। স্টাম্পে বল লাগলেও বেল পড়েনি। আজ চট্টগ্রামে
ভাগ্য শ্রেয়াস আইয়ারের সঙ্গে ছিল। স্টাম্পে বল লাগলেও বেল পড়েনি। আজ চট্টগ্রামে

বলছেন চেতেশ্বর পূজারা

‘শুধু শ্রেয়াস না, ভারতও দল হিসেবে ভাগ্যবান’

হাত দিয়ে ইশারা করে স্টাম্পের দিকে দেখাচ্ছিলেন ইবাদত হোসেন। জিং বেলের আলো জ্বলছে, তবে সেটি পড়েনি স্টাম্পের ওপর থেকে। ইবাদতের বলটা স্টাম্পে লাগলেও তাই বেঁচে গেলেন ভারত ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার।

ভারতীয় ইনিংসের ৮৪তম ওভারের পঞ্চম বলে ঘটেছে সে ঘটনা। তার একটু আগেই সে প্রান্তের স্টাম্পের বেল বদলেছিলেন আম্পায়াররা। জিং বেলের যা প্রযুক্তি, স্টাম্প থেকে বিচ্ছিন্ন হলেই আলো জ্বলে ওঠে তাতে। তবে এমসিসির নিয়ম অনুযায়ী, বেল স্টাম্পের ওপর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হলেই উইকেট ভেঙেছে বলে ধরা হবে। এ ক্ষেত্রে বেল একবার বিচ্ছিন্ন হলেও আবার পড়েছে উইকেটের ওপরই।

ফলে আইন অনুযায়ী বোল্ডও হননি শ্রেয়াস। তখন ৭৭ রানে ব্যাটিং করা শ্রেয়াস দিন শেষে অপরাজিত ৮২ রান করে। চেতেশ্বর পূজারা বলছেন, শুধু ব্যাটসম্যান নন, এ ক্ষেত্রে ভারত দলকেই সৌভাগ্যবান বলতে হবে।

ক্যাচ মিস না করলে আরও ভালো অবস্থানে থাকতে পারত বাংলাদেশ

চট্টগ্রাম টেস্টের প্রথম দিন ছিল বেশ ঘটনাবহুল। দিন শেষে ভারতের ৬ উইকেট নিতে পেরেছে বাংলাদেশ, তবে সুযোগ এসেছিল আরও। দুটি মোটামুটি সহজ ক্যাচ পড়েছে, একটি কঠিন ক্যাচও নেওয়া যায়নি। শ্রেয়াসের সে ঘটনার সঙ্গে আছে রিভিউ না নেওয়ার ঘটনাও।

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে পূজারা সে ঘটনা নিয়ে বলেন, ‘সে আসলে ভাগ্যবান, সত্যি বলতে কি, অন্য প্রান্ত থেকে দেখে তো আউটই মনে হয়েছে। রিপ্লে দেখলে বুঝবেন, বেল উঠে গেলেও পড়েনি। শুধু শ্রেয়াস নয়, দল হিসেবেই আমরা ভাগ্যবান। কাল তার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ হবে। আশা করি সে আরও কিছু রান যোগ করবে।’

‘নড়বড়ে নব্বইয়ে’ আউট হয়েছেন চেতেশ্বর পূজারা

এ উইকেটে ব্যাটিং সহজ নয়, ৯০ রান করা পূজারার মনে হচ্ছে সেটি। এ উইকেটে রান করতে গেলে ভাগ্য দরকার বলেও মনে করেন এ ব্যাটসম্যান, ‘এমন পিচে আসলে এমন (শ্রেয়াসের মতো) ভাগ্য দরকার। বল নিচু হচ্ছিল, ব্যাটসম্যান হিসেবে এমন বলে আপনি আউট হতে চাইবেন না।’

পূজারা নিজেও এদিন জীবন পেয়েছেন। ১২ রান থাকতে ইবাদতের বলেই তাঁর ব্যাটের কানায় লেগে ক্যাচ গিয়েছিল উইকেটের পেছনে। ডাইভ দিয়ে সেটি নাগালে পেলেও নিতে পারেননি নুরুল। পূজারা অবশ্য ফিরেছেন ১০ রানের আক্ষেপ নিয়েই।

৩ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম

তবে আপাতত মাইলফলক নিয়ে ভাবছেন না তিনি, ‘যেভাবে ব্যাটিং করছিলাম, এ পিচে ব্যাটিং সহজ নয়। নিজের ব্যাটিং নিয়ে খুশি। মাঝে মাঝে আমরা এসব মাইলফলক নিয়ে ভাবি, তবে খেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দলকে এমন অবস্থায় নিয়ে যাওয়া, যেখান থেকে দল জিততে পারে। মনে হচ্ছে এ উইকেটে ফল আসবে। আমাদের রান দরকার ছিল। শ্রেয়াস, ঋষভের (পন্ত) সঙ্গে জুটি গড়া গুরুত্বপূর্ণ ছিল। এভাবে ব্যাটিং করতে পারলে আশা করি দ্রুতই পেয়ে যাব (সেঞ্চুরি)।’