ফটো ফিচার

জাহানারার বিড়ালপ্রীতি আর ছেলেকে নিয়ে বিচ ক্রিকেটে গিলক্রিস্ট

স্ত্রী–সন্তান নিয়ে ঘুরতে বেরিয়েছেন হাসান আলী। অ্যাডাম গিলক্রিস্ট গেছেন ছেলেকে নিয়ে। পুরোনো ছবিতে ফারুক আহমেদকে অভিনন্দন আতহার আলী খানের। চুলে নতুন কাট দিয়েছেন মোহাম্মদ শামি। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—

‘পরিবার—যেখানে জীবনের শুরু আর ভালোবাসা সীমাহীন’—ছবিটি পোস্ট করে এমন ক্যাপশনই দিয়েছেন পাকিস্তানি পেসার হাসান আলী
ভারতীয় পেসার মোহাম্মদ শামির চুলে নতুন কাট
ছেলের অনুশীলনে গিয়েছিলেন লুইস সুয়ারেজ
কোনো এক অপেশাদার ক্রিকেট ম্যাচের পর তোলা ছবিটি পোস্ট করেছেন আতহার আলী খান। ক্যাপশন না পড়েও ছবির মাহাত্ম্য বোঝা কঠিন কিছু নয়, বিসিবির নবনির্বাচিত সভাপতি ফারুক আহমেদকে অভিনন্দন জানিয়েছেন তিনি
নিউইয়র্কের ঝকঝকে আকাশের নিচে নোভাক জোকোভিচ
পার্থের রকিংহামে ছেলে হ্যারিকে নিয়ে অ্যাডাম গিলক্রিস্টের বিচ ক্রিকেট
কোথায় ঘুরতে গেছেন ফাফ ডু প্লেসি? সাবেক দক্ষিণ আফ্রিকা অধিনায়ক অবশ্য কিছু জানাননি
পোষা বিড়ালকে নিয়ে জাহানারা আলমের পোজ