ফটো ফিচার

ছবির গল্পে মদরিচ–হলান্ড–সালাহদের বড়দিন

বিশ্বজুড়ে আজ উদ্‌যাপিত হচ্ছে বড়দিন। বড়দিনের এই উৎসব উদ্‌যাপন করছেন ক্রীড়াজগতের তারকারাও। সামাজিক যোগাযোগমাধ্যমে খেলার তারকাদের দেওয়া বড়দিন উদ্‌যাপনের নির্বাচিত ছবি নিয়ে আজকের আয়োজন।
পরিবারের সঙ্গে এমিলিয়ানো মার্তিনেজের হাসিখুশি বড়দিন
কামিন্সদের জন্য বড়দিনের উপহার নিয়ে হাজির হয়ে চমক দিয়েছেন শান মাসুদরা
এই ছবিতে সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো
পরিবারের সঙ্গে আর্জেন্টাইন তারকা আনহেল দি মারিয়ার বড়দিন উদ্‌যাপন
পরিবারের সঙ্গে ছবি দিয়ে সবাইকে বড়দিনের শুভেচ্ছে জানিয়েছেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক প্যাট কামিন্স
সন্তানের সঙ্গে খুনসুটির এই ছবিতে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন আর্সেনালের ব্রাজিলিয়ান ফুটবলার গ্যাব্রিয়েল জেসুস
সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাতে গিয়ে এই ছবি পোস্ট করেছেন বায়ার্ন মিউনিখের জার্মান তারকা জামাল মুসিয়ালা
এক হাতে বল ও অন্য হাতে চ্যাম্পিয়নস লিগ ট্রফি নিয়ে সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন আর্লিং হলান্ড
একই ধরনের পোশাক পরে বড়দিন উদ্‌যাপন করছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো
বড়দিনে সবাই যখন উৎসব উদ্‌যাপন করছেন, তখন সন্তানকে নিয়ে অনুশীলন করতে করতে সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানালেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান মারনাস লাবুশেন
এই ছবিতে গারনাচো পরিবারের পক্ষ থেকে সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানানোর কথা বলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন তারকা আলেহান্দ্রো গারনাচো
‘বড়দিন হচ্ছে পরিবারের সঙ্গে একত্র হওয়া এবং উদ্‌যাপনের’—এই ক্যাপশনের পাশাপাশি গাজায় নিহত নিরীহ মানুষদের কথাও মনে রাখার কথা বলেছেন লিভারপুলের মিসরীয় তারকা মোহাম্মদ সালাহ
পিএসজির ইতালিয়ান গোলরক্ষক দোন্নারুম্মার বড়দিন উদ্‌যাপন
‘মেরি ক্রিসমাস। বছরের সেরা সময়’—এই ক্যাপশনে সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন রিয়াল মাদ্রিদের ক্রোয়েশিয়ান তারকা লুকা মদরিচ