ফটো ফিচার

নেইমারকে বেকহামের ডিনারের নিমন্ত্রণ আর মোস্তাফিজের কৃতজ্ঞতা

ফ্লোরিডায় বেড়াতে গিয়ে নেইমারের দেখা হয়ে গেছে ডেভিড বেকহামের সঙ্গে। ডেভিড ও ভিক্টোরিয়া বেকহামের সঙ্গে তোলা একটি ছবি দিয়েছেন ইনস্টাগ্রাম স্টোরিতে। তা নিয়ে ফুটবল–বিশ্বে চলছে তোলপাড়। সেটা থামাতেই কি না, বেকহাম একই ছবি পোস্ট করে লিখেছেন নেইমারকে মায়ামিতে রাতের খাবারে আমন্ত্রণ জানানোর কথা। খেলার তারকাদের দিনের নির্বাচিত ছবি।
সৌদি আরবে ফিরতে পেরে আনন্দিত ক্রিস্টিয়ানো রোনালদো। আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে পর্তুগালের হয়ে খেলতে গিয়েছিলেন। ফিরে ছবিটি দিয়ে এটাই লিখেছেন আল নাসরের তারকা
ছোট্ট শিশুকে কোলে নেওয়ার ছবিটি দিয়ে এদুয়ার্দো কামাভিঙ্গা লিখেছেন, ‘আমরা আবার যাচ্ছি।’
ক্যামেরার লেন্স এখন এনদ্রিককেই যেন খুঁজে নেয়। পালমেইরাসের হয়ে খেলতে গিয়ে ম্যাচ শুরুর আগে মাসকটকে তাঁর কাঁধে তুলে নেওয়ার ছবিটি মিস করবেন কেন ফটোগ্রাফার। ছবিটি যে এনদ্রিকেরও ভালো লেগেছে, এটা বোঝা যায় তাঁর এই পোস্টেই
অনুশীলনে মজাও করেন মোহাম্মদ সালাহরা
আইপিএলের বেগুনি ক্যাপ এখন মোস্তাফিজের মাথায়। সেটি পেয়ে তিনি কৃতজ্ঞতা জানালেন সবাইকে
ফ্লোরিডায় বেড়াতে গিয়ে নেইমারের দেখা হয়ে গেছে ডেভিড বেকহামের সঙ্গে। ডেভিড ও ভিক্টোরিয়া বেকহামের সঙ্গে তোলা একটি ছবি দিয়েছেন ইনস্টাগ্রাম স্টোরিতে। তা নিয়ে ফুটবল–বিশ্বে চলছে তোলপাড়। সেটা থামাতেই কি না, বেকহাম একই ছবি পোস্ট করে লিখেছেন নেইমারকে মায়ামিতে রাতের খাবারে আমন্ত্রণ জানানোর কথা