তাঁর বয়সী খেলোয়াড় এখন হাতে গোনা। বেশির ভাগই খেলা ছেড়েছেন, কেউ বনে গেছেন কোচও। কিন্তু ফরোয়ার্ড হিসেবে এখনো খেলে চালিয়ে যাচ্ছেন লাতান ইব্রাহিমোভিচ।
অক্টোবরের প্রথম সপ্তাহে যাঁর বয়স হবে ৪১। ২৩ বছরের ক্যারিয়ার, ৮৬২টি ম্যাচ আর ৩৪টি শিরোপার পরও ইব্রা ক্যারিয়ারে ইতি টানার কোনো ইঙ্গিত দেননি।
এসি মিলানের সুইডিশ এই স্ট্রাইকার অবশ্য গত কয়েক মাস মাঠে নেই। হাঁটুর অস্ত্রোপচার করিয়েছেন মে মাসে।
নতুন বছর আসার আগে মাঠে ফেরার সম্ভাবনাও নেই। আগে বেশ কয়েকবার অবসরের সিদ্ধান্ত উড়িয়ে দেওয়া ইব্রা এ দফায় আবার ফিরতে পারবেন কি না, এমন সন্দেহ অনেকের।
বয়স ৪০ পার করেও না হয় খেলা চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু ছয় মাসের বেশি সময় পুনর্বাসনে থাকতে হয়, এমন অস্ত্রোপচারের পর কি আর খেলায় ফিরতে পারবেন? ফিরতে পারলেও আগের মতো নিয়মিত খেলে যেতে পারবেন কি না—এসব প্রশ্ন বাতাসে উড়ছে।
যদিও মানুষের ধারণা ও গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে এক ফুৎকারে উড়িয়ে দিয়েছেন অবসরের সম্ভাবনার কথা, ‘আমি অবসর নেব না। মাঠে ফিরব। হাল ছাড়ব না।’
ইতালিয়ান গণমাধ্যম গাজেত্তা দেল স্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে শুধু অবসরের সম্ভাবনাই উড়িয়ে দেননি, বরং আগের চেয়ে আরও আগ্রাসী হয়ে মাঠে ফেরার ঘোষণাও দিয়েছেন। সেটিও বলেছেন তাঁর অননুকরণীয় ভঙ্গিতেই, ‘আমি অবশ্যই মাঠে ফিরব। আমার কথা লিখে রাখতে পারেন। মাঠে ফিরব হিংস্রতা নিয়ে।’
এসি মিলানে এখন দ্বিতীয় মেয়াদ পার করছেন ইব্রা। চার মাসের বেশি সময় ধরে মাঠে না থাকলেও জুলাইয়ে তাঁর সঙ্গে এক বছরের নতুন চুক্তি করেছে মিলানের ক্লাবটি। এর আগে মিলানের নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলান, সিরি আ’র আরেক ক্লাব জুভেন্টাস, স্পেনের বার্সেলোনা, ফ্রান্সের পিএসজি, ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড, নেদারল্যান্ডসের আয়াক্স ও যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিতে খেলেছেন তিনি।
এত বছর ধরে খেলে যাওয়ার পরও কেন শেষ করার কথা ভাবছেন না, এই প্রশ্নের উত্তরেও সেই চিরাচরিত ইব্রা, ‘আমার চেয়ে শক্তিমান কোনো ফুটবলার আছে দেখলে আমি খেলা ছেড়ে দেব। কিন্তু এখনো তেমন কাউকে দেখছি না।’