ফটো ফিচার

অলিম্পিক মশাল হাতে ‘বজ্রবিদ্যুৎ’ উসাইন বোল্ট

অলিম্পিক মশাল হাতে ‘বজ্রবিদ্যুৎ’খ্যাত উসাইন বোল্ট। এক ফ্রেমে দুই কিংবদন্তি পাওলো মালদিনি ও আন্দ্রেস ইনিয়েস্তা। স্ত্রীর জন্মদিনে গৌতম গম্ভীরের পোস্ট। প্রকৃতির সান্নিধ্যে কেভিন পিটারসেন। এলপিএল খেলতে গেলেন মোহাম্মদ মিঠুন। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া খেলার তারকাদের নির্বাচিত ছবি—
লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে শ্রীলঙ্কার উদ্দেশে উড়াল দেওয়ার আগে মোহাম্মদ মিঠুন। সবার কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশের এই ব্যাটসম্যান
স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এই ছবি পোস্ট করেছেন সাবেক ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর।
আগের ম্যাচ কেটেছে বেঞ্চে বসে। আগামীকাল ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে ভালোই ঘাম ঝরালেন রিয়াল মাদ্রিদের বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়া। ক্যাপশনে লিখেছেন, ‘মনোযোগী’।
দেখা হলো দুই কিংবদন্তির। ইতালির কিংবদন্তি ডিফেন্ডার পাওলো মালদিনির সঙ্গে এ ছবিটি পোস্ট করেছেন স্প্যানিশ কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তা
ক্রিকেটের বাইরে সময়টা দারুণ কাটছে কেভিন পিটারসেনের। পরিবারকে সঙ্গে নিয়ে বেরিয়েছেন প্রকৃতি দেখতে। ক্যাপশনে লিখেছেন, ‘আমরা বিশ্বাস করি, বাচ্চাদের প্রকৃতি সম্পর্কে শিক্ষা দেওয়া এবং প্রাণীদের জন্য তাদের ভালোবাসা বৃদ্ধি করা এখনকার সমাজের উন্নতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখনকার শিশু-কিশোরদের ওপর অনেক চাপ। এসব থেকে বিরতি নিতে এটাই নিখুঁত পরিবেশ।’
চীন ভ্রমণে গিয়ে সময়টা দারুণ কাটছে স্প্যানিশ কিংবদন্তি ইকার ক্যাসিয়াসের। ভক্তদের ভালোবাসাতেও বেশ আপ্লুত সাবেক রিয়াল মাদ্রিদ গোলরক্ষক।
আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া প্যারিস অলিম্পিক ও প্যারা অলিম্পিকের মশাল হাতে ‘বজ্রবিদ্যুৎ’খ্যাত উসাইন বোল্ট। প্যারিসে মশাল উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত হয়ে বেশ উৎফুল্ল ছিলেন এই কিংবদন্তি অ্যাথলেট