আইপিএলের নিলাম: ‘শ্যাম রাখি না কুল রাখি’ অবস্থা পন্টিংদের, ভনের চোখে ‘ফালতু সিদ্ধান্ত’

রিকি পন্টিং, জাস্টিন ল্যাঙ্গার ও ড্যানিয়েল ভেট্টোরিরা এখন যে পরিস্থিতিতে পড়েছেন, সেটাকে বাংলায় বলা যায় ‘শ্যাম রাখি না কুল রাখি’ অবস্থা। পার্থ টেস্ট নাকি আইপিএলের নিলাম, কোনটা ছেড়ে কোনটা রাখবেন, এ নিয়ে ভালো দোটানায় পড়তে হয়েছে তাঁদের। শেষ পর্যন্ত সিদ্ধান্ত একটা নিয়েছেন তাঁরা, কিন্তু সেটা ঠিক হলো কি না, এ নিয়ে সন্দেহ আছে নিজেদেরও।

ঘটনাটা হয়তো এরই মধ্যে অনেকের জানা হয়ে গেছে। আগামী শুক্রবার (২২ নভেম্বর) পার্থ টেস্ট দিয়ে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-ভারতের মধ্যে পাঁচ টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফি। পার্থ টেস্ট চলাকালেই ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম। এখন রিকি পন্টিং ও জাস্টিন ল্যাঙ্গার আছেন পার্থ টেস্টের জন্য চ্যানেল সেভেনের ধারাভাষ্যদলে। আর সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক ভেট্টোরি এখন অস্ট্রেলিয়া জাতীয় দলের সহকারী কোচ। ফলে তিনজনেরই পার্থ টেস্টে ব্যস্ত সময় কাটানোর কথা।

সমস্যা হচ্ছে, এই দায়িত্বের পাশাপাশি তিনজনই আবার যুক্ত আছেন আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে। পন্টিং পাঞ্জাব কিংসের প্রধান কোচ, ল্যাঙ্গার লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের এবং ভেট্টোরি সানরাইজার্স হায়দরাবাদের। ফলে আইপিএলের নতুন মৌসুমের দল গোছানোর জন্য এই তিনজন জেদ্দার মেগা নিলামে থাকবেন, এটাই প্রত্যাশিত।

পার্থ টেস্টের প্রথম দিন ধারাভাষ্য দেবেন পন্টিং-ল্যাঙ্গার। সেদিন রাতেই জেদ্দার বিমানে চড়বেন দুই অস্ট্রেলিয়ান। দুই দিনব্যাপী নিলামে অংশ নিয়ে আবার ফিরবেন অস্ট্রেলিয়ায়।

সাধারণত নিলামে খেলোয়াড় কেনার টেবিলে ফ্র্যাঞ্চাইজির মালিকদের সঙ্গে কোচ, সহকারী কোচ, অধিনায়কেরা থাকেন। এবার যেহেতু মেগা নিলাম—প্রতিটি দলই গড়ে ১০ জন করে কিনবে। যে কারণে নিলামের সময় টিম ম্যানেজমেন্টে থাকা ব্যক্তিদের উপস্থিত থাকা এবং তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ। ফলে এই নিলামে উপস্থিত থাকার জন্য অস্ট্রেলিয়া–ভারত টেস্টে নিজেদের দায়িত্ব ফেলে জেদ্দায় যাবেন ভেট্টোরি, পন্টিং ও ল্যাঙ্গার।

আপাতত যা খবর, পার্থ টেস্টের প্রথম দিন ধারাভাষ্য দেবেন পন্টিং-ল্যাঙ্গার। সেদিন রাতেই জেদ্দার বিমানে চড়বেন দুই অস্ট্রেলিয়ান। দুই দিনব্যাপী নিলামে অংশ নিয়ে আবার ফিরবেন অস্ট্রেলিয়ায়। তবে পার্থ টেস্টের ধারাভাষ্যে দুজনকে আর পাওয়া যাবে না। ৬ ডিসেম্বর থেকে শুরু অ্যাডিলেড টেস্টে আবার পাওয়া যাবে দুজনকে।

টেস্টের মাঝপথে আইপিএল নিলামের তারিখ ফেলাটা আমি সমর্থন করি না। আমি মনে করি, এটা একটা ফালতু সিদ্ধান্ত।
মাইকেল ভন

ভেট্টোরির নিলামে থাকা আরও জরুরি অন্য একটা কারণে। কারণ, নিলামে হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স উপস্থিত থাকতে পারবেন না, তিনি তখন পার্থে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেবেন। যে কারণে নিলামে কোচ, অধিনায়ক—দুজনের অনুপস্থিতি যে করেই হোক এড়াতে চায় হায়দরাবাদ। অস্ট্রেলিয়াও তাই অনেকটা বাধ্য হয়েছে নিলামের জন্য ছুটি দিচ্ছে সহকারী কোচকে। অস্ট্রেলিয়া দলের এক মুখপাত্র বলেছেন, ‘সানরাইজার্স হায়দরাবাদের প্রধান কোচ হিসেবে ড্যানের (ভেট্টোরি) ভূমিকাকে আমরা খুবই সমর্থন করি। আইপিএল নিলামে যোগ দেওয়ার আগে ড্যান (ভেট্টোরি) প্রথম টেস্টের চূড়ান্ত প্রস্তুতি সেরে নেবেন। তারপর (নিলাম থেকে ফিরে) তিনি বোর্ডার-গাভাস্কার ট্রফির বাকি অংশে দলের সঙ্গে থাকবেন।’

এ রকম পরিস্থিতিতে পড়ে স্বাভাবিকভাবেই খুব বিব্রত পন্টিং। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম দ্য এজ–কে বলেছেন, ‘আমার ও জেএলের (জাস্টিন ল্যাঙ্গার) জন্য এটা সম্ভাব্য সবচেয়ে খারাপ পরিস্থিতি। কয়েক মাস ধরে আমরা ভাবছিলাম, দুই টেস্টের মাঝে দিন দশেকের বিরতি থাকবে এবং তখন নিলামটা হবে। এতে দুই দলের খেলোয়াড়দের ওপর থেকে চাপটাও কমত। দুই দলেরই অনেক খেলোয়াড় আছে নিলামে। আমি জানি না কেন এই তারিখে নিলাম রাখা হলো। হয়তো খেলার সঙ্গে কোনো সম্পর্ক আছে, হয়তো টিভি সম্প্রচারের সঙ্গে সম্পর্কিত কোনো ব্যাপার থাকতে পারে।’

সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন


কিন্তু সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলোর জন্যও এটা খুব একটা ভালো সিদ্ধান্ত হয়েছে বলে মনে করেন না সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। এতে টেস্ট ম্যাচ থেকে দর্শকের মনোযোগ নিলামের দিকে চলে যাবে বলে মনে করেন তিনি। আবার বিক্রি হলেন কি হলেন না, কত দাম উঠল, এই চিন্তায় খেলোয়াড় টেস্ট থেকেও মনোযোগ সরে যেতে পারে বলে মনে করেন ভন। কোডস্পোর্টস-কে ভন বলেছেন, ‘টেস্টের মাঝপথে আইপিএল নিলামের তারিখ ফেলাটা আমি সমর্থন করি না। আমি মনে করি, এটা একটা ফালতু সিদ্ধান্ত। প্রথম ও দ্বিতীয় টেস্টের মধ্যে তো ৯ দিনের বিরতি আছে। তারপরও কেন এ সময় ওরা নিলামটা রেখেছে, যেখানে ওরা জানে যে খেলোয়াড়েরা টেস্টের চাপে থাকবে। কেন ওরা টেস্ট ম্যাচটার গুরুত্ব সরিয়ে সৌদির আইপিএল নিলামে নিয়ে যেতে চাইছে, আমি নিশ্চিত না।’
অবশ্য এখন এসব কথা বলেও খুব একটা লাভ নেই। আইপিএল নিলামের বাকি মাত্র চার দিন। সূচি বদলানোর সময়টা অনেক আগেই যে চলে গেছে!