ফটো ফিচার

টোকিওতে বেকহাম, প্রকৃতির সৌন্দর্যে হারালেন বাবর

প্রকৃতির সৌন্দর্যে নাকি হারিয়ে গেছেন বাবর আজম। ডেভিড বেকহাম গেছেন টোকিওতে। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি।
নিজেকেই নিজের আলিঙ্গন আন্দ্রে রাসেলের…
প্রকৃতির সৌন্দর্যে নাকি হারিয়ে গেছেন বাবর আজম। জায়গাটা কোথায়, সেটি অবশ্য জানাননি পাকিস্তান অধিনায়ক।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দেখতে গেছেন শিখর ধাওয়ান। সেখানেই দেখা ক্রিস গেইলের সঙ্গে। ক্যাচ নেওয়ার পর নিজের উদ্‌যাপনটাও দুজন মিলে করে ফেললেন একবার।
তাঁর মালিকানার ক্লাবে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি, ডেভিড বেকহাম স্বাভাবিকভাবেই আছেন বাড়তি একটু আলোচনায়। সাবেক ইংল্যান্ড অধিনায়ক অবশ্য এখন টোকিওতে, যে ঘড়ির শুভেচ্ছাদূত, সেটির একটি অনুষ্ঠানে যোগ দিতে।
কুমার সাঙ্গাকারা, ম্যাথু হেইডেন, রিকি পন্টিং, জাস্টিন ল্যাঙ্গার—টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে সবাই দিনেশ কার্তিকের ধারাভাষ্য সতীর্থ। ক্রিকেটের চার কিংবদন্তিকে কার্তিক বলেছেন, ‘অভিজাত সঙ্গী’।
এবার পানির ব্যবসায় ক্রিস্টিয়ানো রোনালদো। সেটির শুভেচ্ছাদূত হয়েছেন রোনালদোর সঙ্গিনী জর্জিনা রদ্রিগেজ। সে পানির প্রচারণায় দুজন।
এ ছবির ক্যাপশনে কিছু লেখেননি মোহাম্মদ সালাহ। কিসের দিকে তাকিয়ে লিভারপুল তারকা?
সে পাকিস্তান হোক বা ইংল্যান্ড—চা তো সব জায়গাতেই মজা! ‘চা-প্রেমী’ পাকিস্তান অলরাউন্ডার শাদাব খান বলার চেষ্টা করছেন সেটিই।
নিজের আত্মবিশ্বাসকেই পরো—ভারত ব্যাটার স্মৃতি মান্ধানার ক্যাপশনের অর্থটা এমন।