ফটো ফিচার

নিরাপত্তাকর্মী আসার আগেই মেসির সঙ্গে সেলফি আর নির্ভার পান্ডিয়া

নিরাপত্তাকর্মীরা ধরে ফেলার আগেই সেলফি তুলে খুদে ভক্তকে দৌড়ে পালাতে বললেন লিওনেল মেসি। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে ফুরফুরে মেজাজে ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ক্রীড়াঙ্গনের তারকাদের আজকের নির্বাচিত ছবি নিয়েই এ আয়োজন—
আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইয়ের বিয়ের অনুষ্ঠানে সতীর্থ মোহাম্মদ নবী, রশিদ খান ও হাশমতউল্লাহ শহীদি
সজোরে সুইপ করছেন মুমিনুল হক। বলের আঘাত থেকে বাঁচতে লাফিয়ে উঠেছেন শর্ট লেগে দাঁড়ানো যশস্বী জয়সোয়াল। আজ বাংলাদেশ-ভারত কানপুর টেস্টের চতুর্থ দিনে
স্ত্রী ও সন্তানকে নিয়ে ঘুরতে বেরিয়েছেন জিম্বাবুয়ের ব্যাটসম্যান রায়ান বার্ল
সন্তানকে ফিডারে পান করানোর ছবিটা পোস্ট করে ফরাসি ফুটবলার পল পগবা লিখেছেন, ‘আমার হৃদয়’
বাংলাদেশ-ভারত কানপুর টেস্টে খেলছেন বিরাট কোহলি, আতহার আলী খান দিচ্ছেন ধারাভাষ্য। টিম হোটেলে ভারতীয় তারকার সঙ্গে ছবি তুলে বাংলাদেশের সাবেক ব্যাটসম্যান লিখেছেন, ‘সর্বকালের অন্যতম সেরা—বিরাট কোহলি’
আগামী ৬ অক্টোবর শুরু বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজ। তার আগে বেশ ফুরফুরে মেজাজে ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া
ইন্টার মায়ামির ম্যাচ চলাকালেই খুদে ভক্তের সঙ্গে লিওনেল মেসির সেলফি। ওই মুহূর্তে মেসি এই ভক্তকে বলেছেন, ‘নিরাপত্তাকর্মীরা ধরে ফেলার আগেই সেলফি তুলে দৌড় দাও’