ফটো ফিচার

নতুন কী খবর দিচ্ছেন মেসি

তাদের আমরা মাঠে দেখে অভ্যস্ত। কেউ ক্রিকেট ব্যাট-বল হাতে নামেন, কেউ নামেন ফুটবল পায়ে। পরনে থাকা দল বা ক্লাবের পোশাক। মাঠের বাইরে তারা কেমন জীবন কাটান, কেমন চলেন-ফেরেন, তার কিছুটা দেখা যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। তারকাদের প্রকাশ করা এমনই কিছু ছবি নিয়ে আমাদের এই আয়োজন
‘নক্ষত্রের মতো চিরকাল জ্বলতে থেকো, আলো ছড়িয়ে যেও। শুভ জন্মদিন আমার রাজকুমারী—মেয়ে নোরিজা খানের জন্মদিনে বাবা মিসবাহ–উল–হকের প্রত্যাশা
বার্সেলোনার সঙ্গে আরও এক বছর চুক্তি নবায়ন করেছেন সের্হি রবার্তো। আনন্দময় মুহূর্তটি ভাগাভাগি করে নিয়েছেন স্ত্রীর সঙ্গে
চার টেস্টের লম্বা সিরিজ চলমান। এরই মধ্যে তিনটি ম্যাচ হয়ে গেছে। ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টের আগে কিছুটা নির্ভার থাকার চেষ্টা চেতেশ্বর পুজারার। সঙ্গে জয়দেব উনাদকাত
বাবর আজমের সঙ্গে তোলা ছবিটি পোস্ট করে পাকিস্তান অধিনায়ককে ইমাম–উল–হকের প্রশ্ন— ‘আপনাকে কে বলেছে আমি এই রঙের পোশাক পরি?
মাঠের সময়টা যেমনই যাক, বাসায় ফিরলে মোহাম্মদ সালাহ সুখী মানুষ। দুই সন্তানকে নিয়ে তোলা ছবি সেই সুখেরই সাক্ষ্য দিচ্ছে
চোট নিয়ে ভারত থেকে অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন ডেভিড ওয়ার্নার। সময় দিচ্ছেন স্ত্রী-সন্তানদের
পানখুড়ি শর্মার জন্মদিনে উৎসবের আবহ পান্ডিয়া পরিবারে। পানখুড়ির পরিচয়? হার্দিক পান্ডিয়ার মতে তার ‘পরিবারের মেরুদণ্ড’। পারিবারিক ছবিটি দেখে অবশ্য সম্পর্কও অনুমান করে নিতে পারেন। হার্দিক, তাঁর স্ত্রী নাতাসা স্তানকোভিচ আর পানখুড়ির সঙ্গে অপরজন ক্রুনাল পান্ডিয়া। পানখুড়ি হার্দিকের ভাই ক্রুনালের স্ত্রী
পিএসজিতে ক্যামেরার সামনে সাক্ষাৎকার দিচ্ছেন লিওনেল মেসি। কী জানাচ্ছেন ফিফা দ্য বেস্ট জেতা আর্জেন্টাইন অধিনায়ক? নতুন খবর আসছে নাকি?