ফটো ফিচার  

লাবুশেনের শান্তির ঘুমে ওয়ার্নারের আউটের বাগড়া

মাত্রই ব্যাটিং করতে নেমেছেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার। প্রায় দুই সেশন ফিল্ডিং করে একটু যেন ক্লান্তি পেয়ে বসেছিল দলটির তিন নম্বর ব্যাটসম্যান মারনাস লাবুশেনকে। ড্রেসিংরুমের বাইরের ব্যালকনিতে একটু ঘুমিয়েই পড়েছিলেন। কিন্তু তাঁর সেই শান্তির ঘুমে বাগড়া দিয়েছে ডেভিড ওয়ার্নারের দ্রুত আউট। অন্যদিকে এক ফ্রেমে কিংবদন্তি সুনীল গাভাস্কার, কুমার সাঙ্গাকারা, ম্যাথু হেইডেন, জাস্টিন ল্যাঙ্গারদের সঙ্গে দিনেশ কার্তিক, সেটিও আবার লন্ডনের পাতালরেলে। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি।
ছেলের মায়ের জন্মদিন বলে কথা! বিশেষ এই দিনে তাঁকে অভিনন্দন না জানিয়ে কি পারা যায়! স্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানাতে ছবিটি দিয়ে এমনটাই লিখেছেন ডোয়াইন ব্রাভো
‘সেরা বন্ধুদের সঙ্গে’ দারুণ সময় কাটছে আর্জেন্টিনার ফরোয়ার্ড পাওলো দিবালার!
ফুটবলের বাইরে ঘুরেটুরে লুইস দিয়াজের সময়টা যে খুব ভালোই কাটছে, এ ছবিই বলছে তা
ছবিটি পেদ্রি দিয়েছেন লক্ষ্য ভেদ করার আগে। নিশানা ভেদ করতে পেরেছেন কি না, বোঝা মুশকিল। কিন্তু ছবিটি দিয়ে ‘বুলস আই’-এ লক্ষ্যভেদের ইমোজিই দিয়েছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা পেদ্রি
এক ফ্রেমে টেস্ট ক্রিকেটের ৩৯৮৮৮ রান, ১২৬টি সেঞ্চুরি! লন্ডনের পাতালরেলে সুনীল গাভাস্কার, কুমার সাঙ্গাকারা, জাস্টিন ল্যাঙ্গার, দিনেশ কার্তিকদের সঙ্গে তোলা ছবিটি দিয়েছেন ম্যাথু হেইডেন। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ধারাভাষ্য দিচ্ছেন তাঁরা।
প্রায় দুই সেশন ফিল্ডিং করে একটু যেন ক্লান্তি পেয়ে বসেছিল অস্ট্রেলিয়ার তিন নম্বর ব্যাটসম্যান মারনাস লাবুশেনকে। আর মাত্রই ব্যাটিং করতে নেমেছেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার। সব মিলিয়ে ড্রেসিংরুমের বাইরের ব্যালকনিতে একটু ঘুমিয়েই পড়েছিলেন লাবুশেন। কিন্তু তাঁর সেই শান্তির ঘুমে বাগড়া দিয়েছে ডেভিড ওয়ার্নারের দ্রুত আউট!