ফটোফিচার

কার জন্মদিনের উদ্‌যাপনে বেশি রোশনাই—নেইমার না রোনালদোর

ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমারের জন্মদিন ছিল গতকাল। দুজনই কেক কেটে জন্মদিন উদ্‌যাপন করে তার ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। রোনালদো জন্মদিন কাটিয়েছেন রিয়াদে আর নেইমার প্যারিসে। দুজনেই জন্মদিনের উদ্‌যাপনে স্বাভাবিকভাবেই ভিন্নতা ছিল। কোনটি বেশি রোশনাই ছড়িয়েছে, সে আলোচনা হতেই পারে।
বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জামাল ভূঁইয়া ফ্যাশন করতে পছন্দ করেন। নিত্যনতুন পোশাকে মাঝেমধ্যেই ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেন। আজ এ ছবি পোস্ট করলেন। কেমন লাগছে জামাল ভূঁইয়াকে?
ছবি: ইনস্টাগ্রাম
হাঁটুর চোটে ভুগছেন অস্ট্রেলিয়ার টেনিস তারকা নিক কিরিওস। কিছুদিন আগে শেষ হওয়া অস্ট্রেলিয়ান ওপেনেও খেলতে পারেননি। টুর্নামেন্ট শুরুর আগেই চোট পেয়ে ছিটকে পড়েন। নির্মম বাস্তবতার মধ্য দিয়ে যাওয়ার জন্যই সম্ভবত আজ ক্রাচে ভর করে হাঁটার এ ছবি পোস্ট করে কিরিওস লিখেছেন, ‘জীবন!’
আর্জেন্টিনার জার্সিতে কোনো এক ম্যাচ শেষে মেয়েকে কোলে নিয়ে ছবিটি তুলেছিলেন ডিফেন্সিভ মিডফিল্ডার গিদো রদ্রিগেজ। মেয়েদের জন্মদিনে শুভেচ্ছা জানাতে আজ এ ছবি পোস্ট করে আর্জেন্টাইন তারকা লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার সবচেয়ে দুর্বল জায়গা। আমাকে তোমার পিতা হতে দেওয়ার জন্য ধন্যবাদ।’
ইশান্ত শর্মার স্ত্রী প্রতিমা সিং ভারত নারী বাস্কেটবল দলের খেলোয়াড়। আজ তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের এই পেসার। ইনস্টাগ্রামে দুজনের এ ছবি পোস্ট করে ইশান্ত লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার ভালোবাসা। আমার প্রতি তোমার নিঃশর্ত ভালোবাসার আরেকটি বছর আজ উদ্‌যাপন করব। যেহেতু আমি জানি তোমার বয়স হচ্ছে, তাই জন্মদিনের উপহার হিসেবে বয়সের বার্ধক্য ঠেকিয়ে রাখার কিছু ক্রিম দিলাম। কিন্তু সত্যটা হলো, এই কাজে দেরি হয়ে গেছে। কিন্তু আসল বিষয় অন্য কিছু। তোমাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়া আমার জীবনের সেরা সিদ্ধান্ত।’
গত বছরের এই দিনে বাবা ত্রিলোকচাঁদ রায়নাকে হারান ভারতের সাবেক ক্রিকেটার সুরেশ রায়না। বাবাকে হারানোর বছর পূর্তিতে পারিবারিক অনুষ্ঠানে বাবার সঙ্গে এ ছবি পোস্ট করে সুরেশ লিখেছেন, ‘আপনাকে হারানোর পর জীবন আর আগের মতো নেই বাবা। ঘরকে আর ঘর মনে হয় না। আমি জানি আপনি (ওপর থেকে) সব সময় আমাদের খেয়াল রাখছেন, রক্ষা করছেন। এই ক্ষমতা শুধু মা–বাবাই থাকে। আপনার আশীর্বাদ ও শিক্ষা নিয়েই আমি পথ চলব।’
ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও ফ্যাশনপ্রেমী। দামি ঘড়ি, চেইন ও স্নিকার তাঁর খুব পছন্দের। বুক খোলা শার্টে চেইন দেখিয়ে এ ছবি আজ পোস্ট করেন হার্দিক। হাতের ঘড়িটিও নিশ্চয়ই বেশ দামি!
অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান মারনাস লাবুশেন খুদে ক্রিকেটারদের মাঝেমধ্যেই টিপস দেন। এই দুই খুদে ক্রিকেটারকে নিয়ে নেটে সময় কাটানোর পর ছবিটি তুলে পোস্ট করেন লাবুশেন
হালকা বেগুনি রঙের হুডি ও কালো ক্যাপে কেমন লাগছে আর্জেন্টিনার সাবেক স্ট্রাইকার সের্হিও আগুয়েরোকে? আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর আগুয়েরোর বেশির ভাগ ছবিই ছিল হাসিমুখের। কিন্তু আজ পোস্ট করা ছবিটিতে আগুয়েরোকে বেশ উদাস লাগছে। ক্যাপশনে তাস খেলার ইশকাপন, চিড়িতন, রুহিতন ও হরতনের ছবি পোস্ট করেছেন আগুয়েরো। হৃদযন্ত্রের সমস্যার কারণে অল্প বয়সে খেলা ছাড়তে হয় আগুয়েরোকে। তাস খেলার নাটকীয়তার সঙ্গেই কি নিজের জীবনের উত্থান–পতন মিলিয়ে ক্যাপশনটি দিলেন আগুয়েরো?
ক্রিস্টিয়ানো রোনালদোর জন্মদিন ছিল গতকাল। পরিবার ও বন্ধুবান্ধবকে নিয়ে ঘটা করে কেক কেটেছেন আল নাসর তারকা। কেক সামনে রেখে এ ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে রোনালদো লিখেছেন, ‘জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ। পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে দারুণ সময় কাটিয়েছি।’
পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমারের জন্মদিনও ছিল গতকাল। কেক কাটার এ ছবি আজ পোস্ট করে নেইমার ক্যাপশনে লিখেছেন, ‘৩.১ টার্বো।’ নেইমারের ক্যাপশনের সঠিক অর্থ জানা সম্ভব হয়নি। তবে ক্যাপশনটি যে তাঁর ৩১তম জন্মদিনের সঙ্গে সম্পর্কযুক্ত তা আন্দাজ করে নেওয়া যায়