ফটো ফিচার

আফগানদের উৎসব আর জোকোভিচের প্রস্তুতি

প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার আনন্দে রাজপথে নেমে আসেন আফগানরা। উইম্বলডন সামনে রেখে প্রস্তুত হচ্ছেন নোভাক জোকোভিচ। ক্রীড়াঙ্গনের নির্বাচিত ছবি নিয়ে আজকের এই আয়োজন—
গতকাল ছিল লিওনেল মেসির ৩৭তম জন্মদিন। কোপা আমেরিকা চলতে থাকায় মেসি এই মুহূর্তে আর্জেন্টিনা দলের সঙ্গে আছেন যুক্তরাষ্ট্রের ইস্ট রার্দারফোর্ডে। সেখানেই কাল দলের দুই বার্বুচি দিয়েগো ও আন্তোনিয়াকে নিয়ে জন্মদিনের কেট কেটেছেন
কোপা আমেরিকায় চিলির বিপক্ষে ম্যাচ সামনে রেখে অনুশীলনে আর্জেন্টিনার মেসি, দি মারিয়া, রদ্রিগো দি পলরা
চোট থেকে সেরে না ওঠায় কোপা আমেরিকায় খেলতে পারছেন না। তাতে কী! সতীর্থদের অনুপ্রেরণা দিতে ঠিকই মাঠে গিয়েছিলেন নেইমার। কিন্তু কোস্টারিকার বিপক্ষে ব্রাজিল গোলশূন্য ড্র করায় হতাশা নিয়ে ফিরতে হয়েছে তাঁকে
পৃথিবীর যেখানেই যান, রাস্তার খাবার যে তাঁর খুব পছন্দ; ছবিটি পোস্ট করে সে কথাই জানিয়েছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার
চোটের কারণে সম্প্রতি ফ্রেঞ্চ ওপেন থেকে সরেন দাঁড়ান নোভাক জোকোভিচ। এখনো পুরোপুরি সেরে না উঠলেও উইম্বলডনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন সার্বিয়ান টেনিস তারকা। অনুশীলনের ছবিটি পোস্ট করে রেকর্ড ২৪ গ্র্যান্ড স্লাম জয়ী জোকোভিচ লিখেছেন, ‘বছরের সেই সময়ে (প্রায় এসে গেছে) কোর্টে ফিরতে পারা দারুণ ব্যাপার। উইম্বলডনের জন্য প্রস্তুত হতে সেরাটা দিয়ে যাচ্ছি’
বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ ও আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর সঙ্গে ধারাভাষ্যকার আতহার আলী খানের সেলফি। ছবিটি পোস্ট করে আতহার আফগানিস্তান দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন
আফগান ক্রিকেট ইতিহাসের অবিস্মরণীয় এক মুহূর্ত। বাংলাদেশকে হারিয়ে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার পর ব্রাভো (দলের বোলিং পরামর্শক), নাভিন, ফারুকি, ওমরজাইয়ের বাঁধনহারা উচ্ছ্বাস
আফগানদের জীবনে এমন খুশির উপলক্ষ খুব কমই আসে। আজ তেমনই একদিন। রশিদ-নবী-গুরবাজ-নাভিনরা আফগানিস্তানকে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছেন। সেই আনন্দে রাজপথে নেমে আসেন দেশটির খোস্ত শহরের বাসিন্দারা