ফটো ফিচার

বাড়িতে বিশ্রামে মেসি আর মাঠে অনুশীলনে ব্যস্ত রোনালদো

ম্যাচ নেই, অনুশীলনও নেই। এমন ফুরসত পেলেই পরিবারকে সময় দেন লিওনেল মেসি। ক্রিস্টিয়ানো রোনালদোর এখন সেই ফুরসত কই! নতুন ক্লাব আল নাসরের হয়ে মাঠে নামার জন্য নিজেকে তৈরি করতে ব্যস্ত পর্তুগিজ তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
শীতের সময়েও গ্রীষ্মের আমেজ খুঁজছিলেন রিয়াল মাদ্রিদের সাবেক ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো। সেটা তিনি পেয়ে গেছেন এথেন্সে ঘুরতে গিয়ে
পিউমা তাঁর স্পনসর। নিজের স্পনসর কোম্পানির প্রচারও তাই মাঝেমধ্যে করতে হয় নেইমারকে। বাজারে নতুন বুট এসেছে পিউমার, সেটি সবাইকে জানিয়ে দিলেন পিএসজির ব্রাজিলিয়ান তারকা
ছোট্ট মেয়েকে নিয়ে ঘুরতে বেড়িয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের তারকা লাওতারো মার্তিনেজ। ছবিটি দিয়ে লিখেছেন, ‘আমার মেয়ে, তোমাকে আমি খুব ভালোবাসি।’
বাবার জন্মদিনে জ্যাক গ্রিলিশের শুভেচ্ছা। বাবার সঙ্গে ছবিটি দিয়ে লিখেছেন, ‘পুরোনো বন্ধুকে শুভ জন্মদিন। আমার ভক্ত নাম্বার ১। ধন্যবাদ, বাবা।’
চোটের কারণে খেলা হয়নি বিশ্বকাপে। তবে তিনি যে চোট সেরে উঠছেন, এ ছবিটি দিয়ে হয়তো বায়ার্নের সেনেগালিজ তারকা সাদিও মানে সেটাই বোঝাতে চেয়েছেন।
নতুন ক্লাব আল নাসরের হয়ে মাঠে নামার জন্য নিজেকে তৈরি করতে ব্যস্ত ক্রিস্টিয়ানো রোনালদো। দুই সতীর্থ মিডফিল্ডার জালোলিদ্দিন (৭৭ নম্বর জার্সি) ও গোলকিপার দাভিদ ওসপিনার (২৫ নম্বর জার্সি) সঙ্গে পর্তুগিজ তারকা
ম্যাচ নেই, অনুশীলনও নেই। এমন ফুরসত পেলেই পরিবারকে সময় দেন লিওনেল মেসি। বাড়িতে তিন ছেলের সঙ্গে মেসির খুনসুটির ছবিটি দিয়েছেন তাঁর স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো।