ফটো ফিচার

কোন চ্যাম্পিয়নস লিগের প্রস্তুতি রোনালদোর

নিউজিল্যান্ড সফরে যাওয়া অস্ট্রেলিয়া দলের ওপেনার ভেডিড ওয়ার্নার সেখানকার সংস্কৃতি চর্চা করতে পেরে আনন্দিত। এএফসি চ্যাম্পিয়নস লিগের প্রস্তুতি নিচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া ক্রীড়াঙ্গনের তারকাদের নির্বাচিত ছবি নিয়ে এই আয়োজন—
বিপিএলে আজ রংপুর রাইডার্সের বিপক্ষে খেলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যাওয়ার আগে চট্টগ্রামে টিম হোটেলে ছবিটি তুলেছেন রাসেল। লিখেছেন, ‘ফিটনেস এক দিনের জিনিস নয়, এটা জীবনধারা’
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের পরামর্শকের দায়িত্বে কিংবদন্তি ভিভিয়ান রিচার্ডস। দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান রেসি ফন ডার ডুসেন খেলছেন লাহোর কালান্দার্সের হয়ে। রিচার্ডস যে ডুসেনের শৈশবের আইডল, আজ ছবিটি পোস্ট করে সেটাই জানিয়েছেন
মেক্সিকোর ক্লাব তিগরেস ইউএএনএলে খেলেন হেনি হেরমোসো। আগামী শুক্রবার উয়েফা নেশনস লিগের সেমিফাইনাল সামনে রেখে দেশে ফিরেছেন স্পেনের বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড। ছবিটি পোস্ট করে শুধু স্পেনের পতাকা আর হাসির ইমোজি দিয়েছেন ‘চুমু–কাণ্ডে’ আলোচিত এই নারী ফুটবলার
সৌদি ক্লাব আল শাবাবে যোগ দেওয়ার পর ইভান রাকিতিচের সময়টা যে দারুণ কাটছে, সেটা তো এই ছবিতেই পরিষ্কার
রিয়াল মাদ্রিদের পরবর্তী ম্যাচের আগে এক সপ্তাহের বিরতি। এই সুযোগে মরক্কো ঘুরতে গেছেন দলটির ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র। ডেজার্ট কারে চড়ে মারাক্কেশের মরুভূমি দেখছেন তিনি
জিমে ঘাম ঝরানোর ফাঁকে ভারতের সাবেক টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা
এভাবে নাকে-নাক আর কপালে-কপাল ঠেকিয়ে অভিবাদন জানানোকে মাওরি ভাষায় বলা হয় হোঙ্গি। নিউজিল্যান্ড সফরে যাওয়া অস্ট্রেলিয়া দলের ওপেনার ডেভিড ওয়ার্নারকে সেই মাওরি রীতিতেই অভ্যর্থনা জানানো হয়েছে। ছবিটি পোস্ট করে ওয়ার্নার লিখেছেন, ‘একটি শীতল মুহূর্ত, হোঙ্গির সময় শ্বাস ভাগাভাগি করলাম। ভ্রমণ করতে এবং অন্যের সংস্কৃতি ভাগাভাগি করতে ভালোবাসি’
তর্কাতীতভাবে উয়েফা চ্যাম্পিয়নস লিগের রাজা তিনি। ইউরোপ ছেড়ে সৌদি আরবে পাড়ি জমানো ক্রিস্টিয়ানো রোনালদো এখন এএফসি চ্যাম্পিয়নস লিগে আলো ছড়ানোর চেষ্টায়। আগামীকাল আল ফেইহার বিপক্ষে ম্যাচ সামনে রেখে অনুশীলনে নেমে পড়েছেন রোনালদো। আল নাসরের পর্তুগিজ মহাতারকা লিখেছেন, ‘চ্যাম্পিয়নস লিগ ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছি’