আজ ইনস্টাগ্রামে রোনালদো ও জর্জিনা
আজ ইনস্টাগ্রামে রোনালদো ও জর্জিনা

ফটো ফিচার

জর্জিনাকে পেয়ে ভাগ্যবান রোনালদো, সন্তানের মাকে ধন্যবাদ ক্যালিসের

সামাজিক যোগাযোগমাধ্যমে আজ শুধুই ভালোবাসার গল্প। ভালোবাসা দিবসে সেটিই স্বাভাবিক। তবে এর মধ্যেও বৈচিত্র্য থাকল—জ্যাক ক্যালিস যেমন এ দিনে ধন্যবাদ জানালেন তাঁর বাচ্চার মাকে; কেউবা নিজের পরিবারকে বললেন, নিজের চলার শক্তি। ভালোবাসার এই দিনে খেলার জগতের তারকাদের ভালোবাসার গল্পই থাকল আজকের ফটো ফিচারে...
নাগপুর টেস্টে ইনিংস ব্যবধানে হেরে এমনিতেই মানসিকভাবে বিপর্যস্ত অস্ট্রেলিয়া দল। এমন একটা সময় এসেছে ভ্যালেন্টাইনস ডে। স্ত্রী ডানি উইলিসকে ভ্যালেন্টাইনস ডে’র শুভেচ্ছা জানাতে গিয়ে কেলেঙ্কারি করে ফেলেছিলেন স্টিভেন স্মিথ। ট্যাগ করেছিলেন আরেক নারীকে
ভ্যালেন্টাইনস ডেতে নিজের স্ত্রী-কন্যার ছবি ইনস্টাগ্রামে দিয়ে পাকিস্তানি পেসার হাসান আলী লিখলেন, ‘আমার সাপোর্ট সিস্টেম’
নৈসর্গের মাঝে ভ্যালেন্টাইনস ডে এভাবেই কাটাচ্ছেন মার্কো আসেনসিও
বান্ধবী জর্জিনার সঙ্গে এই ছবি দিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো লিখলেন, ‘আমি ভাগ্যবান, তোমাকে আমার জীবনে পেয়েছি।
একটু অন্যভাবে ভ্যালেন্টাইনস ডে উদ্‌যাপন করছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জ্যাক ক্যালিস। ধন্যবাদটা তিনি দিয়েছেন তাঁর সন্তানের মাকে
ওমরা করতে সৌদি আরবে আছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। মদিনা থেকে তিনি এই ছবিটাই পোস্ট করেছেন ইনস্টাগ্রামে
মাহমুদউল্লাহ দারুণ একটা কথা লিখেছেন নিজের এই ছবিটির সঙ্গে—‘যখন সময় পক্ষে থাকবে না, তখনো কেউ যদি সততার সঙ্গে চেষ্টা করে গেলে তা পক্ষে আসতে পারে।’
অ্যারন ফিঞ্চের এই ছবিটায় একটু দুষ্টুমি করার লোভ সামলাতে পারেননি তাঁর স্ত্রী
বিশ্বকাপ জেতার পর প্রথম ভ্যালেন্টাইনস ডে আনহেল দি মারিয়ার। স্ত্রী জর্জেলিনা করদেসোর সঙ্গে সময়টা কাটলও দারুণ
স্ত্রী সোবিয়াকে নিজের স্বর্গই মনে করেন পাকিস্তানি লেগ স্পিনার উসমান কাদির। ভ্যালেন্টাইন ডে’তে সিডনি অপেরা হাউজের সামনে তোলা এই ছবিটিই পোস্ট করেছেন তিনি