ফটো ফিচার

স্মৃতি জমাচ্ছেন দিবালা আর মেসি–সুয়ারেজের মাঠের আড্ডা

কোথাও ঘুরতে গেছেন পাওলো দিবালা। কোথায়, তা বলেননি। তবে লিখেছেন, ‘স্মৃতি জমাই।’ ইন্টার মায়ামিতে অনুশীলনের ফাঁকে ছবির জন্য পোজ দিয়েছেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত খেলার তারকাদের দিনযাপনের নানা মুহূর্ত নিয়ে এই আয়োজন—
স্ত্রীকে বড্ড ভালোবাসেন আনহেল দি মারিয়া। কতটা? এই প্রশ্নের উত্তর আছে এ ছবিটি দিয়ে আর্জেন্টিনার ফুটবলার যা লিখেছেন, সেখানেই—‘আমার জীবনের সর্বস্ব দিয়ে ভালোবাসি তোমাকে!’
ইস্পোর্টসএফসির বর্ষসেরা দলে জায়গা পেয়ে উচ্ছ্বসিত বার্সেলোনার স্প্যানিশ নারী ফুটবলার অ্যালেক্সিয়া পুতেয়াস
বাবার সঙ্গে পুল-দিবস’—দুই মেয়েকে নিয়ে পুলের নীল জলে নামার ছবিটি দিয়ে এটাই লিখেছেন নিউজিল্যান্ডের ক্রিকেটার ড্যারিল মিচেল
গ্রামে ঘুরতে গিয়ে পাকিস্তানের ক্রিকেটার হাসান আলীর একটা উপলব্ধি হয়েছে—গ্রামের কোনো অহম নেই!
কোথাও ঘুরতে গেছেন পাওলো দিবালা। কোথায়, তা বলেননি। তবে লিখেছেন, ‘স্মৃতি জমাই।’
ইন্টার মায়ামিতে অনুশীলনের ফাঁকে ছবির জন্য পোজ দিয়েছেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। এ ছবির ক্যাপশন কী হতে পারে? সুয়ারেজ শুধু লিখেছেন, ‘ফুটবল!’