চ্যাম্পিয়নস লিগ ট্রফি
চ্যাম্পিয়নস লিগ ট্রফি

স্পোর্টস কুইজ

উয়েফা চ্যাম্পিয়নস লিগ নিয়ে আপনি কতটা জানেন

একসময় নাম ছিল ইউরোপিয়ান কাপ, যখন এ প্রতিযোগিতায় খেলত শুধু লিগ চ্যাম্পিয়নরাই। চ্যাম্পিয়নস লিগ নাম হওয়ার পর বরং চ্যাম্পিয়নদের সঙ্গে খেলছে লিগে দ্বিতীয়-তৃতীয়-চতুর্থ দলও। চ্যাম্পিয়নস লিগ নিয়ে আপনি কতটা জানেন, তার একটা পরীক্ষা হয়ে যাক—