মহাসমারোহে ফ্রান্সের বিভিন্ন প্রান্তে চলছে অলিম্পিকের ইভেন্ট। এর মধ্যে লা ডিফেনস অ্যারেনার অ্যাকুয়াটিকস সেন্টারে চলছে সাঁতার, ফ্রেঞ্চ পলিনেশিয়ার তাহিতি দ্বীপের দক্ষিণ-পূর্ব উপকূলে চলছে সার্ফিং। জলের দুনিয়ার দুই খেলার ঘটনাবহুল ও চমকপ্রদ সব ছবি দেখুন—
খেলা ডেস্ক
মেয়েদের ২০০ মিটার ফ্রি স্টাইলের সেমিফাইনালের লড়াই। মাঝে অস্ট্রেলিয়ার অ্যারিয়ার্না টিটমাসজলের রাজ্যে চলছে ফ্রি স্টাইলের সাঁতার। ছবিতে অস্ট্রেলিয়ার মলি ও’কালাঘান
বিজ্ঞাপন
পানির নিচের (আন্ডারওয়াটার) দৃশ্যে ফরাসি সাঁতারু লিওঁ মারশাঁ। ছেলেদের ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে সোনা জিতেছেন তিনিটোকিও অলিম্পিকে জিতেছিলেন ব্রোঞ্জ, এবার সোনা! টানা দুবারের চ্যাম্পিয়ন অ্যাডাম পিটিকে ছাড়িয়ে ছেলেদের ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে নতুন চ্যাম্পিয়ন ইতালির নিকোলো মার্তিনেঙ্গি
বিজ্ঞাপন
সোনাজয়ী নিকোলা মার্তিনেঙ্গির সঙ্গে হাত মেলাচ্ছেন অ্যাডাম পিটি। মাঝে নিক ফিঙ্ক। ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে পিটি ও ফিঙ্ক যৌথভাবে জিতেছেন রূপা, মার্তিনেঙ্গি সোনাযে পুলে সাঁতার, তারই জলে মুখে ঝাপটা দিচ্ছেন ইতালির বেনেদিতা পিলাতোফ্রেঞ্চ পলিনেশিয়ার তায়েহুপো’ও-তে সার্ফিং বোর্ড নিয়ে বোট থেকে পানিতে নামছেন স্পেনের অ্যান্ডি ক্রাইরিদর্শকদের উপভোগের জন্য আছে বোটঢেউয়ের সঙ্গে খেলা! ছবিতে মেক্সিকোর অ্যালান কুইনোনেজজলের সঙ্গে লড়াইয়ে উড়তেও হয় কখনো কখনো। ছবিতে ফ্রান্সের কাউলি ভাস্টএই বুঝি পা হড়কে গেল!জলের ঘূর্ণনে ব্রাজিলের ফিলিপে তোলেদো