ফটো ফিচার

কিছু কি বোঝাতে চাইলেন এমবাপ্পে

কিলিয়ান এমবাপ্পের নতুন ঠিকানা আসলে কোথায়? পিএসজি যখন জাপান সফরে, তারকা ফরোয়ার্ড গেলেন মোনাকোয়, প্রকাশ করলেন ছবি। এদিকে ওয়েস্ট ইন্ডিজে খেলতে গিয়ে সুযোগ পেয়ে ঘুরছেন ঈশান কিষানও। আনহেল দি মারিয়া আবার বিবাহবার্ষিকী উদ্‌যাপনে ব্যস্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
পিঠের দিকটা দেখে চিনতে পারছেন মানুষটা কে? ক্যাপশনে ‘একটা মাস্টারপিস (ছবি) তোলার চেষ্টা করছি’ লেখা মানুষটি ঈশান কিষান। ওয়ানডে সিরিজ খেলতে ভারতীয় ওপেনার এখন দলের সঙ্গে বার্বাডোজে
সন্তানদের নিয়ে ঘুরতে গেছেন করিম বেনজেমা। বাবার বুকে পরম নির্ভরতায় দুই সন্তান
ছবি দেখেই বোঝা যাচ্ছে, বেশ ভালো মুডে আছেন শোয়েব মালিক। পাকিস্তানি ব্যাটসম্যান অবশ্য ক্যাপশনে ‘ছুটির দিন’ লিখে বুঝিয়েও দিয়েছেন
বিয়ের এক যুগ পূর্তি উদ্‌যাপন করেছেন আনহেল দি মারিয়া। ছবিটি পোস্ট করে স্ত্রীকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড
ইরফান পাঠানের সঙ্গে তোলা ছবিটি দিয়ে ভ্রাতৃত্বের জয়গান গেয়েছেন রবিন উথাপ্পা। সাবেক ভারতীয় ব্যাটসম্যান তাঁর সতীর্থকে নিয়ে লিখেছেন, ‘তোমার সঙ্গে থাকা মানেই হাসি আর আনন্দ। এই ভ্রাতৃত্বের জন্য সব সময়ই কৃতজ্ঞ।’
সাবেক ইংল্যান্ড অধিনায়ক কেভিন পিটারসেন এখন জন্মভূমি দক্ষিণ আফিকায়। বাফেলশোয়েকে ঘুরতে গিয়ে কফি বানানোর আগমুহূর্তের ছবি পোস্ট করে লিখেছেন, ‘আর কিছু কি বাকি আছে?’
দলবদল বাজারে সবচেয়ে আলোচিত নাম এখন কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদ, আল হিলাল হয়ে লিভারপুল পর্যন্ত উচ্চারিত হচ্ছে পিএসজি ফরোয়ার্ডের নাম। এমন সময় মোনাকোয় গিয়ে এই ছবি এমবাপ্পের। বিশেষ কিছু কি বোঝাতে চাইছেন ফরাসি তারকা?