ফটো ফিচার

শিশু দিবসে টেন্ডুলকারের চাওয়া, ওয়ার্নার যখন আরবের শেখ

শিশুদের খেলতে দিতে বললেন শচীন টেন্ডুলকার। দুবাইয়ে আরবীয় পোশাকে ডেভিড ওয়ার্নার। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া ক্রীড়াঙ্গনের নির্বাচিত ছবি নিয়ে আজকের এই আয়োজন—
জর্জিয়া সফরে গেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো (বাঁয়ে)। তাঁকে স্মারক জার্সি উপহার দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজে
কাভারে ঢাকা ব্রিসবেনের গ্যাবার পিচ ও এর আশপাশ। বৃষ্টির কারণে অস্ট্রেলিয়া–পাকিস্তান প্রথম টি–টোয়েন্টি ম্যাচ এখনো শুরু হয়নি
প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে অনুশীলনে আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দুজনই পেয়েছেন সেঞ্চুরি। শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্টের চোখে কুশল মেন্ডিস (বাঁয়ে), আভিস্কা ফার্নান্ডো (ডানে) দুজনই ম্যাচের সেরা ব্যাটসম্যান। তাঁদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন সহকারী কোচ থিলিনা কান্দাম্বি (মাঝে)
দুবাইয়ের ক্রীড়া দূত হয়েছেন সানিয়া মির্জা। দুবাই ক্রীড়া পরিষদের কাছ থেকে এমন সম্মাননা পাওয়ায় কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতের সাবেক এই টেনিস খেলোয়াড়
কোচের সঙ্গে বিতণ্ডায় জড়ানোয় সম্প্রতি মার্সেলোর সঙ্গে চুক্তি বাতিল করেছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স। তবে মাঠের বাইরে মার্সেলোর সময়টা যে দারুণ কাটছে, তা স্ত্রী ক্লারাইস আলভেজের সঙ্গে তোলা এই ছবি দেখে বোঝা যায়
ভারতে আজ উদ্‌যাপিত হচ্ছে শিশু দিবস। দিবসটিতে শচীন টেন্ডুলকারের চাওয়া শিশুরা যেন খেলতে পারে। ছবিটি পোস্ট করে ভারতের কিংবদন্তি ক্রিকেটার লিখেছেন, ‘খেলার আনন্দ পাওয়া শিশুদের অধিকার। তবু কখনো কখনো পরিস্থিতি তাদের আটকে রাখে। শচীন টেন্ডুলকার ফাউন্ডেশনে আমরা খেলাধুলা, স্বাস্থ্যসেবা এবং শিক্ষার মাধ্যমে শিশুদের অধিকার নিশ্চিত করার চেষ্টা করে থাকি’
পরনে জুব্বা ও কুফিয়াহ—ডেভিড ওয়ার্নার যেন আরব শেখ! দুবাইয়ে তোলা ছবিটি পোস্ট করে অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার লিখেছেন, ‘যে সেরা ক্যাপশন লিখবে, তাকে আমার সই করা গ্লাভস উপহার দেব’