ফটো ফিচার

মার্তিনেজের প্রস্তুতি আর ব্রুনোর ঘরে ফেরা

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ফিফা সভাপতির শুভেচ্ছা। সেরেনা উইলিয়ামসের স্মৃতি রোমন্থন। পরিবারের সঙ্গে ইভান রাকিটিচ আর ব্রুনো ফার্নান্দেজ। নতুন মৌসুমের প্রস্তুতিতে এমিলিয়ানো মার্তিনেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া খেলার দুনিয়ার নানা ছবি—

এক দিন আগে ২৫তম জন্মবার্ষিকী উদ্‌যাপন করেছেন রিকি পিগ। লস অ্যাঞ্জেলেসে গ্যালাক্সিতে খেলা এই স্প্যানিশ ফুটবলারের জন্মদিন যে বেশ ভালো কেটেছে, বলে দিচ্ছে ছবিই
ইনস্টাগ্রাম
পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট সিরিজ শুরুর আগে লাহোরে চলছে বাংলাদেশ দলের অনুশীলন। অধিনায়ক নাজমুল হোসেন ও পেসার তাসকিনের আহমেদের ছবিটি প্রকাশ করেছে বিসিবি
ইনস্টাগ্রাম
এক ফ্রেমে ক্রোয়াট ফুটবলার ইভান রাকিটিচের পুরো পরিবার
ইনস্টাগ্রাম
সানিয়া মির্জার কোলে বোন অনম মির্জার মেয়ে দুয়া মির্জা আসাদ। ছবি পোস্টের উপলক্ষ—আজ ছিল দুয়ার জন্মদিন
ব্রুনো ফার্নান্দেজের ঘরে ফেরার আনন্দ। ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ মিডফিল্ডার ছবির সঙ্গে লিখেছেন একটাই শব্দ—‘হোম’
আজ ছিল ভারতের স্বাধীনতা দিবস। এ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন দেশটির বিভিন্ন অঙ্গনের ক্রীড়াবিদেরা। কিছুদিন আগে অবসর নেওয়া ফুটবলার সুনীল ছেত্রীর সঙ্গে তোলা ছবিটি দিয়ে ভারতকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো
সেরেনা উইলিয়ামসের ছবিটি পুরোনো। তবে সামনে এসেছে আজই। ছবিটির সঙ্গে এর পেছনের গল্পও বলেছেন। এটি তোলা হয়েছিল তাঁর দ্বিতীয় সন্তান আদিরা ওহানিয়ান পেটে থাকার সময়। এখন এটি সামনে আনার কারণ, ওহানিয়ানের জন্ম গত বছরের ১৫ আগস্ট
অ্যাস্টন ভিলার হয়ে নতুন মৌসুমের জন্য প্রস্তুত এমিলিয়ানো মার্তিনেজ