ফটো ফিচার

এক ফ্রেমে ৪২ গ্র্যান্ড স্লাম আর গেইলের ডাব-প্রেম

এক ফ্রেমে বন্দী হয়ে গেল ৪২টি গ্র্যান্ড স্লাম শিরোপা! জগতের অনেক কিছুতেই মজে থাকা ক্রিস গেইল এবার পড়েছেন ডাবের প্রেমে। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া ক্রীড়া তারকাদের নির্বাচিত ছবি।
ফুটবলের ব্যস্ততা না থাকলে পরিবারের সঙ্গে সময় কাটাতেই ভালোবাসেন ক্রিস্টিয়ানো রোনালদো। সন্তান কোলে আল নাসরের পর্তুগিজ তারকা
নিজের সন্তানকে বুকে তুলে নিয়ে অজিঙ্কা রাহানে লিখেছেন, ‘এটাই সেরা অনুভূতি।’
যাঁর যাঁর বাবা-মায়ের সঙ্গে ডেভিড ওয়ার্নার ও উসমান খাজা। ছবিটি দিয়ে ওয়ার্নার লিখেছেন, ‘বিস্ময়কর যে আমরা কতটা দূর গিয়েছি!’
তাঁরা সবাই ফক্স স্পোর্টসের ক্রিকেট-পণ্ডিত, যেন একটা পরিবার!
জগতের অনেক কিছুতেই মজে থাকা ক্রিস গেইল এবার পড়েছেন ডাবের প্রেমে!
রাফায়েল নাদালের টেনিস একাডেমিতে প্রথমবারের মতো রজার ফেদেরার। তাঁকে পেয়ে আনন্দিত নাদাল একটা ছবি না তুলে পারলেন না! এ কারণেই তো এক ফ্রেমে বন্দী হয়ে গেল ৪২টি গ্র্যান্ড স্লাম শিরোপা!