বিশ্বকাপের বড় বল–ছোট বল আর ইউরো–কোপার নানা রং

জার্মানিতে ইউরো, যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা আর ওয়েস্ট ইন্ডিজে টি–টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বের বিভিন্ন প্রান্তে চলছে ফুটবল ও ক্রিকেটের মহোৎসব। জন্ম হচ্ছে মাঠ ও মাঠের বাইরে নানা চমকপ্রদ সব দৃশ্যের। বার্তা সংস্থা এএফপি ও রটার্সের সৌজন্যে সে সবেরই কিছু মুহূর্তে চোখ বোলানো যাক
কালো, লাল আর হলুদ রং জার্মানির পতাকা ফুটিয়ে তুলেছেন সমর্থকেরা। জার্মানি–সুইজারল্যান্ড ম্যাচ শুরুর আগে ফ্রাঙ্কফুর্ট অ্যারেনায়
হাঙ্গেরির ফরোয়ার্ড বারনাবাস ভারগা চোট পেলে মাঠে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা চিকিৎসাস্থল ঘেরাও করে রাখেন। হাঙ্গেরি–স্কটল্যান্ড ম্যাচে
বৃষ্টির কারণে থামাতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ–দক্ষিণ আফ্রিকা ম্যাচ। বৃষ্টি বন্ধের পর মাঠ থেকে পানি শুষে নিতে আনা হয় বড় আকারের শোষক–প্যাড
প্রথম দেখায় বিভ্রান্ত হতে পারেন যে কেউই। চোখেমুখে কেমন ভয়ের ছাপ, তাঁকে মাটিতে চেপে ধরেছেন কয়েকজন। দৃশ্যটা স্কটল্যান্ড–হাঙ্গেরি ম্যাচের। গোল করার পর হাঙ্গেরি ফরোয়ার্ড কেভিন সোবোথকে ছুঁতে এভাবেই তাঁর ওপর ঝাঁপিয়ে পড়েন সতীর্থরা
জার্মানির বিপক্ষে সুইজারল্যান্ডকে এগিয়ে দেওয়ার পর ড্যান এনদোয়ের উদ্‌যাপন। যদিও শেষ পর্যন্ত ম্যাচটা তাঁর দল জিততে পারেনি
একটা বল ঘিরে কে যে ঠিক কী করছেন, স্রেফ ছবি দেখে বোঝা মুশকিল। হাঙ্গেরি–স্কটল্যান্ড ম্যাচে
বিশেষ সাজে কোপা আমেরিকার উরুগুয়ে–পানামা ম্যাচ দেখতে এসেছেন এই দর্শক। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে
রং–বেরঙের সাজে কম যান না যুক্তরাষ্ট্রের দর্শকেরাও। কোপা আমেরিকায় যুক্তরাষ্ট্র–বলিভিয়া ম্যাচের গ্যালারি থেকে তোলা
জার্মানি–সুইজারল্যান্ড ম্যাচের পর টানেলে সঙ্গী লেনা ভুজেনবারগারের সঙ্গে দেখা জার্মানির কোচ ইউলিয়ান নাগলসমানের
একই ফ্রেমে বড় বল, ছোট বল! স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামের গ্যালারির এক পাশে স্থাপন করা হয়েছে টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রতীকী বল। আর খেলা হচ্ছে হাইনরিখ ক্লাসেনের মাথার ওপর দিয়ে যাওয়া ছোট বলে