ফটো ফিচার

গ্যালারিতে ঘুম আর প্রীতির দলের প্রীতিময় শুরু

সিলেটে চলছে বাংলাদেশ–শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট। আবার ঢাকায় বাংলাদেশের মেয়েদের ক্রিকেট দল ব্যস্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ নিয়ে। ভারতে চলছে আইপিএল। খেলার দুনিয়ায় তৈরি হওয়া নানা চমকপ্রদ ছবি নিয়ে এই আয়োজন—
অপেক্ষা! খালেদ আহমেদের বলে নিশান মাদুশকার বিরুদ্ধে এলবিডব্লু চেয়ে দুবার রিভিউ নেয় বাংলাদেশ। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত পাওয়ার আগে এভাবেই অপেক্ষায় পুরো দল। যদিও দুবারই হতাশ হতে হয়েছে, তৃতীয় আম্পায়ার ঘোষণা করেছেন নটআউট!
লাহিরু কুমারার ভালো লেংথ থেকে ভেতরে আসা দারুণ এক ডেলিভারিতে বোল্ড! ভালো খেলতে থাকা লিটন দেখলেন কীভাবে থেমে গেল ৪৩ বলে ২৫ রানের সম্ভাবনাময় ইনিংসটির
একেবারে শেষ দিকে নামার কারণে হাতে ব্যাট, মাথায় হেলমেট পরা অবস্থায় মাঠে তাদের খুব বেশি সময় দেখা যায় না। কিন্তু সিলেট টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের প্রথম ইনিংসে পুরোদস্তুর ব্যাটসম্যান রূপেই দেখা দিলেন খালেদ আহমেদ–শরীফুল ইসলাম। নবম উইকেটে ৩৪ বল টিকে থেকে তুলেছেন ৪০ রান, বাংলাদেশ নিজের সংগ্রহটা নিতে পেরেছে দুই শর কাছাকাছি। ২৮ বলে ২২ রান করেছেন খালেদ, ২১ বলে ১৫ রান শরীফুলের
রানের জন্য দৌড়েছিলেন তাইজুল ইসলাম। আউট থেকে বাঁচতে এমনই এক ডাইভ দিলেন যে ক্ষণিকে ক্যামেরাবন্দী হলেন এমন অদ্ভুতুড়ে ভঙ্গিতেই
গ্যালারিতে দর্শকদের চিৎকার করতে দেখা যায়, আবেগে কাঁদতেও। কখনো কখনো চুপচাপ বসে শুধু খেলাই দেখে যান তাঁরা। কিন্তু টিকিট কেটে গ্যালারিতে বসে ঘুম...? আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ–শ্রীলঙ্কা ম্যাচের সময় গ্যালারিতে দেখা গেল ঘুমিয়ে পড়া তিন দর্শককে। আর যা–ই হোক, এক আসনের টিকিট কেটে এভাবে শরীর বিছিয়ে ঘুমিয়ে পড়ার সুযোগ তো আর সব সময় হয় না!
বল ধরা চাই যে করে হোক, ক্যাপ উড়ে যায় যাক। বাংলাদেশ দলের ফিল্ডিংয়ে সুমাইয়া খাতুন। আগামীকাল সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কাল অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। তারই প্রস্তুতিতে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে
বল নয়, যেন আনহেল দি মারিয়াকেই আটকানোই আসল কাজ। আর্জেন্টিনা–এল সালভাদর প্রীতি ম্যাচে।
পাঞ্জাব কিংসের মালিক প্রীতি জিনতার সঙ্গে হাস্যোজ্জ্বল অধিনায়ক শিখর ধাওয়ান। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষের জয় দিয়েই এবারের আইপিএল শুরু করেছে পাঞ্জাব