ফটো ফিচার

সানজিদার ‘ভালোবাসা’ আর মেয়ের সঙ্গে নেইমার

মেয়ের সঙ্গে ছবিতে নেইমারের ভালোবাসা, উকুলেলে হাতে পোস্ট করা সানজিদার ছবিতেও তা–ই। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
‘মাথা উঁচু করে দাঁড়াও রাজকন্যা, না হলে মুকুট খসে পড়বে’, ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার ক্যাপশনের অর্থ এমন।
কালো পোশাকে হাঁটছেন, এমন ছবি পোস্ট করে শুধু ভালোবাসার ইমোজি দিয়েছেন ম্যানচেস্টার সিটি তারকা আর্লিং হলান্ড।
এসএ২০ থেকে বাদ পড়ে গেছে প্রিটোরিয়া ক্যাপিটালস। শেষ ম্যাচে সন্তানদের সঙ্গে দলটির কোচ জ্যাক ক্যালিস।
এই ছবি পোস্ট করে ব্রাজিলিয়ান তারকা নেইমার শুধু লিখেছেন মেয়ের নাম, সঙ্গে ‘ভালোবাসা’
ভারত নারী দলের ওপেনার স্মৃতি মান্ধানার এই ‘স্টাইল’ তাঁর নিজের নয়, কেউ জোর করে করিয়েছেন। তবে তাতে ‘না’ বলতে পারেননি তিনি।
বাংলাদেশ পেসার খালেদ আহমেদও ছবির সঙ্গে ভালোবাসার ইমোজি ছাড়া আর কিছু পাননি।
উকুলেলে হাতে ভারতের ক্লাব ইস্টবেঙ্গলে খেলতে যাওয়া বাংলাদেশি মিডফিল্ডার সানজিদা আক্তার। ক্যাপশন? ভালোবাসার ইমোজি!