ফটো ফিচার

প্রিন্স হ্যারির ভলিবল আর কিংসের পাঁচের উল্লাস

বাংলাদেশের ঘরোয়া ফুটবলের শীর্ষ লিগে আবারও চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ব্রিটেনের প্রিন্স হ্যারি নাইজেরিয়া সফরে গিয়ে নামলেন ভলিবল কোর্টে। ইউরোপের বিভিন্ন দেশে চলছে সাইক্লিং, রাগবি ও আইস হকি প্রতিযোগিতা। খেলার দুনিয়ার নানা মুহূর্তের ছবি নিয়ে এ আয়োজন—
আগেই এক গোল করেছেন, দ্বিতীয় গোলের পর দরিয়েলতন গোমেজ রীতিমতো নাচতে শুরু করলেন। আজ কিংস-মোহামেডান ম্যাচে
চেক প্রজাতন্ত্রের প্রাগে চলছে আইস হকির আইআইএইচএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। অস্ট্রিয়া-ডেনমার্ক ম্যাচের দৃশ্য
ব্রিটেনের প্রিন্স হ্যারি নাইজেরিয়া সফরে গেছেন। আবুজায় আর্মি অফিসার্স মেসে যুদ্ধাহত সেনাদের সঙ্গে একটি ভলিবল ম্যাচে অংশ নেন তিনি
লিগ জয়ের আনন্দে কোচ না থাকলে কি চলে! অস্কার ব্রুজোনকে নিয়ে তাই কিংস খেলোয়াড়দের উল্লাস
পায়ে–পায়ে বলের লড়াই...। ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ড (লাল জুতা) ও ফুলহামের ক্যালভিন বাসির বল দখলের লড়াই। আজ ম্যানচেস্টার সিটি-ফুলহাম ম্যাচে
ফ্রেঞ্চ টপ১৪ রাগবি ইউনিয়নের খেলায় ক্লেরমঁ পিসিলি ইয়াতো যখন ট্যাকলের শিকার। ফ্রান্সের আইমে-জিরাল স্টেডিয়ামে ইউএসএ পারপিগনান-এএসএম ক্লেরমঁ ম্যাচে
ইতালিতে চলমান সাইক্লিংয়ের জিরো দি’ইতালিয়ায় স্টেজ-এইটে জেতার পর সংযুক্ত আরব আমিরাতের তাদেজ পোগাসারের উদ্‌যাপন