মেলবোর্নের এ রাতটা জস বাটলার মনে রাখবেন আজীবন। মনে রাখবেন বেন স্টোকস, স্যাম কারেন, আদিল রশিদ, মঈন আলীরাও। পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয়বারের মতো ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয় ও উদ্যাপনের গল্প থাকছে এই অ্যালবামে—
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য মঞ্চের আশপাশে লাগানো হয়েছিল নানা রঙের ফিতা। মাঠে নেমে সেই ফিতা নিয়েই খেলা শুরু করেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারের মেয়ে
এই ট্রফি আমাদের, আমরাই চ্যাম্পিয়ন—মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শিরোপা হাতে নিয়ে বাটলার, স্টোকস, মঈনদের বাঁধভাঙা উল্লাস
বিজ্ঞাপন
সামনে লেখা চ্যাম্পিয়ন, হাতে ট্রফি...এমন আনন্দের মুহূর্তে শ্যাম্পেন না খুললে কি জমে!
বিজ্ঞাপন
খেলা দেখতে এমসিজির গ্যালারিতে ছিলেন বেশ কয়েকজন ইংল্যান্ড ক্রিকেটারের স্ত্রী-সন্তানেরা। ম্যাচ শেষে মাঠে নেমে আসেন মঈন আলী, আদিল রশিদের স্ত্রীরাশুধু নিজেদের মধ্যে উদ্যাপন করলে হয়...? স্যাম কারেন-বাটলাররা শিরোপা জয়ের আনন্দ ভাগাভাগি করতে ঘুরলেন গ্যালারির চারপাশেওমেয়েকে কোলে নিয়ে গ্যালারির দর্শকদের সঙ্গে ট্রফি নিয়ে উদ্যাপন ইংল্যান্ড অধিনায়ক বাটলারেরএ উল্লাস বিশ্বকাপ জয়ের, এ উল্লাস সবাইকে ছাড়িয়ে যাওয়ার...