ফটো ফিচার

আটালান্টায় আফতাব–আতহার, এশিয়া সফরে ‘যোগী’ হলান্ড

আটালান্টায় ক্রিকেট খেলতে গেছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার আতহার আলী। সেখানে প্রতিপক্ষ হিসেবে আরেক সাবেক ক্রিকেটার আফতাব আহমেদকে পেয়ে আনন্দিত তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া খেলার তারকাদের নির্বাচিত ছবি—
টেনিস খেলতে গিয়ে খুদে ভক্তের আবদার মিটিয়ে সেলফি তুলতে হলো স্তানিস্লাস ভাভরিঙ্কাকে
পুত্রসন্তানের পিতা হয়েছেন জর্দি আলবা। ছেলের নাম রেখেছেন পাওলো
প্রতিদিন একটু একটু করে চোট থেকে সেরে উঠছেন কেইন উইলিয়ামসন। নিজেই জানালেন, পুনর্বাসনটা ভালোই চলছে তাঁর
ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্‌–মৌসুম প্রস্তুতি চলছে যুক্তরাষ্ট্রে। ছবিটি দিয়ে সবাইকে সেটিই জানিয়ে দিলেন কাসেমিরো
ম্যানচেস্টার সিটি প্রাক্‌–মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলবে এশিয়ায়। সেটা জানাতে গিয়ে যোগীর ভঙ্গিতে নিজের গোল উদ্‌যাপনের ছবিটি দিয়েছেন আর্লিং হলান্ড
আটালান্টায় ক্রিকেট খেলতে গেছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার আতহার আলী। সেখানে প্রতিপক্ষ হিসেবে আরেক সাবেক ক্রিকেটার আফতাব আহমেদকে পেয়ে আনন্দিত তিনি