ফটো ফিচার

ছেলের স্কুলে মাহমুদউল্লাহ আর ওভালে ইমরুল-এনামুল

ছেলের স্কুলে গিয়ে কথা বলছেন মাহমুদউল্লাহ। ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল উপভোগ করতে গেছেন ইমরুল কায়েস ও এনামুল হক জুনিয়র। জিরাফের সঙ্গে সময় কাটাচ্ছেন ফেদে ভালভের্দে। সামাজিক যোগাযোগমাধ্যমে খেলার দুনিয়ার তারকাদের নির্বাচিত ছবি—
মাদ্রিদের এক সাফারি পার্কে জিরাফের সঙ্গে রিয়াল মাদ্রিদ তারকা ফেদে ভালভের্দে
লন্ডনে সময়টা ভালোই কাটছে পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদির। লন্ডন ব্রিজ পেছনে রেখে ছবিও তুলেছেন এই ক্রিকেট তারকা
এই ছবি পোস্ট করে ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন রিয়াল মাদ্রিদের ক্রোয়াট তারকা লুকা মদরিচ। লিখেছেন, ‘তোমাকে অনেক ভালোবাসি’
মেয়ে অলিম্পিয়ার সঙ্গে মনে গেঁথে রাখার মতো এ ছবিটি তুলেছেন টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস
স্ত্রীর সঙ্গে গ্রীষ্মকালীন সকাল উপভোগ করছেন সাবেক ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না
ছেলে রাইয়েদের স্কুলে গিয়ে কথা বলছেন বাংলাদেশের ক্রিকেট তারকা মাহমুদউল্লাহ রিয়াদ। ছবিটা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন রিয়াদ নিজেই
আজ শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ম্যাচটি উপভোগ করতে ওভালে গেছেন বাংলাদেশের দুই ক্রিকেটার ইমরুল কায়েস ও এনামুল হক জুনিয়র