স্পোর্টস কুইজ

এবারের এশিয়া কাপ আপনার কতটা মনে আছে?

ফাইনালে শ্রীলঙ্কাকে ৫০ রানে অলআউট করে অষ্টমবারের মতো এশিয়া কাপ জিতেছে ভারত। শুধু ফাইনালে সিরাজের দুর্দান্ত বোলিংই নয়, এশিয়া কাপের আর সব স্মৃতিও তো এখনো টাটকা। সেই টাটকা স্মৃতির পরীক্ষাই হয়ে যাক এবার—