জাপানে প্রাক্–মৌসুম সফরে গিয়ে নিজের ২৩তম জন্মদিন উদ্যাপন করেছেন আর্লিং হলান্ড। টেস্ট জিতে ফুরফুরে মেজাজে আছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। সাকিবের বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলনের ছবি পোস্ট করেছেন লিটন। আর লেভা ‘হ্যালো’ জানিয়েছেন যুক্তরাষ্ট্র থেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া খেলার তারকাদের নির্বাচিত ছবি।