ছাতার ছায়ায় জুতা বদল স্মিথের, সানগ্লাস পরে বোলিংয়ে জাম্পা

বিশ্বকাপের চতুর্থ দিনে হয়েছে একটিই ম্যাচ—ভারত বনাম অস্ট্রেলিয়া। অন্য দলগুলো ছিল প্রস্তুতিতে। বিশ্বকাপের মঞ্চে ব্যাট-বলের চিরায়ত লড়াইয়ের নানা দৃশ্যের জন্ম তো হচ্ছেই, দেখা মিলছে সচরাচর দেখা যায় না এমন কিছু মুহূর্তও। মাঠ আর মাঠের বাইরের তেমনই কিছু ছবি নিয়ে এই আয়োজন—
শতভাগ ফিট না হওয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে খেলেননি বেন স্টোকস। মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচ। ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার কি খেলতে পারবেন?
ক্যাচ নেওয়ার কোহলি–স্টাইল
ভারত–অস্ট্রেলিয়া ম্যাচ শুরুর আগে মাঠে বিশ্বকাপ ট্রফি নিয়ে আসেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার শেন ওয়াটসন
মহেন্দ্র সিং ধোনি না থাকলেও তাঁর ভক্তের উপস্থিতি ঠিকই ছিল
কোহলির সঙ্গে কথা বলতে নিরাপত্তাবেষ্টনী টপকে মাঠে ঢুকে পড়েছিলেন জার্ভো। প্র্যাঙ্কস্টার হিসেবে পরিচিত এই ব্রিটিশ নাগরিককে টেনে নিয়ে যান নিরাপত্তাকর্মীরা
সানগ্লাস পরা অ্যাডাম জাম্পা যখন বল ডেলিভারি দেন...
গ্রিলের ফাঁক দিয়ে হাত ও ফোন বের করে ভারতীয় ক্রিকেটারদের ছবি তোলার চেষ্টা সমর্থকদের। আজ চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে
সিঙ্গেলস নিতে দৌড়াতে শুরু করেছিলেন বিরাট কোহলি। লোকেশ রাহুল বললেন, থামো, থামো
ভারত–অস্ট্রেলিয়া ম্যাচের শুরুতে মাঠের গরম ছিল অত্যধিক। কিছুক্ষণ পরপর বিরতি নিতে হয়েছে খেলোয়াড়দের। এমনই এক বিরতিতে ছাতার নিচে বসে জুতা জোড়া বদলে নিচ্ছিলেন স্টিভেন স্মিথ