স্বাগত!
আজি যত তারা তব ধরাতে... সবার আলোয় একটু পর ঝলমল করবে সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুম। আজ তীর-প্রথম আলো ক্রীড়া পুরস্কারের দিন। একটু পরই শুরু হবে এ মিলনমেলা।
তীর-প্রথম আলো ক্রীড়া পুরস্কার ২০২১-এ আপনাকে স্বাগত!
এই অনুষ্ঠানে খুবই ভালো লাগে, সব ক্রীড়াবিদকে দেখতে পাওয়া যায়। এটা ছাড়া সবার সঙ্গে দেখা করা কঠিন, খুবই ভালো লাগে তাই এখানে এসে।সিদ্দিকুর রহমান, গলফার
এটা একটা বড় পাওয়া, স্পোর্টসের এমন একটি বিকেল।জাভেদ ওমর বেলিম, সাবেক ক্রিকেটার
সবার মধ্যে একটা রোমাঞ্চ কাজ করে, কী পরব, কারা আসছে…মাবিয়া আক্তার, ভারোত্তলক
প্রতিবারের মতো এবারও একজন ক্রীড়া ব্যক্তিত্বকে আজীবন সম্মাননা জানানো হবে। বর্ষসেরা ক্রীড়াবিদ ছাড়াও দুজন পাবেন বর্ষসেরা রানারআপের পুরস্কার। বর্ষসেরা নারী ও বর্ষসেরা উদীয়মানের হাতেও উঠবে পুরস্কার। বিভিন্ন বিভাগে এই পাঁচ ক্রীড়াবিদ ছাড়াও থাকছে পাঠকের ভোটে সেরার পুরস্কার।
এ বিশ্বকাপে দেখা গেছে বাংলাদেশে ফুটবলের জনপ্রিয়তা কেমন। এ ধরনের পুরস্কারে তরুণেরা আরও উৎসাহিত হবে।কায়সার হামিদ, সাবেক ফুটবলার
প্রথম আলোর এ পুরস্কার যখন থেকে শুরু হয়েছে, তখন থেকেই আমি এটির পার্ট। এ পুরস্কারটা আমাদের সবার কাছে খুবই স্পেশাল। সব খেলার সবার সঙ্গে দেখা হয়, কখনো মিস করি না। যারা ইমার্জিং (উদীয়মান) ক্রিকেটার হন, তাদের সবাই অনুসরণ করেন। কয়েকটি নাম আছে বলতে পারি—সাকিব আল হাসান, রাসেল মাহমুদ।হাবিবুল বাশার, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক
এটা বাংলাদেশের স্পোর্টসের অস্কার, বলছেন শুটার আসিফ হোসেন খান।
জালাল আহমেদ চৌধুরি, রাইসউদ্দিন আহমেদ, বাদল রায়, মোশাররফ হোসেন, নাদির শাহ, হামিদা বেগম, সামিউর রহমানসহ আরও যাঁরা চলে গেছেন, তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করা হচ্ছে তীর-প্রথম আলো ক্রীড়া পুরস্কার ২০২১।
একমাত্র খেলার মধ্যেই আমাদের ইতিবাচক কিছু আছে। এখানে আপনারা যাঁরা আছেন, আপনাদের জন্য বিদেশে আমাদের মাথা উঁচু হয়।তারেক মাহমুদ, ক্রীড়া সম্পাদক, প্রথম আলো
সাফজয়ীরা আমাদের হিরোজ না, শিরোজ।রুবানা হক, চেয়ারপার্সন, মোহাম্মাদী গ্রুপ
একে একে নিভেছে দেউটি। পেলে ছিলেন, এখন নেই। ম্যারাডোনা নেই। আমাদের দেশে ব্রাজিল, আর্জেন্টিনা কেন এত জনপ্রিয়। এ নিয়ে আমাদের দুটি লেখা ছাপা হয়েছে। ম্যারাডোনা বুকে হাত দিয়ে বলেছিল, বাংলাদেশ আমার এখানে। এটা একটা ধারা। আমাদের এখানে খেলার একটা সম্ভাবনা আছে। সবাইকে সম্পৃক্ত করতে পারলে শুধু খেলা না, আমাদের দেশের অগ্রগতির একটা যাত্রা শুরু হবে। খেলাধুলা থেকে শুরু করে অর্থনীতি—সবখানে একটা যাত্রা শুরু হয়েছে। আমরা সবসময়ই বলি, আমরা বাংলাদেশের জয় দেখতে চাই। আমরা সব খেলোয়াড়কে ভালোবাসি। তাঁদের প্রতি আমাদের ভালোবাসা থাকুক। আপনারা ভালো থাকুন, আপনাদের প্রতি প্রথম আলোর ভালোবাসা থাকবে।মতিউর রহমান, সম্পাদক, প্রথম আলো
ঢাকায় শীর্ষ পর্যায়ে ক্রিকেট, ফুটবল, হকি খেলেছিলেন। তৎকালীন দৈনিক পাকিস্তানে শুরু করেন ক্রীড়া সাংবাদিকতা। লিখে চলেছেন এখনো।
তীর-প্রথম আলো ক্রীড়া পুরস্কার ২০২১ সালে আজীবন সম্মাননা দেওয়া হচ্ছে সাবেক ক্রীড়াবিদ ও বরেণ্য ক্রীড়া সাংবাদিক মুহাম্মদ কামরুজ্জামানকে।
‘এর আগে অনেকবার এ অনুষ্ঠান দেখেছি, তবে আমার ভাগ্যে জুটবে ভাবতে পারিনি। আমার ক্রীড়া সাংবাদিকতার জীবন ৫৬ বছর, এত বছর যে আনন্দ পেয়েছি, আজ এমন একটা পুরস্কার দেওয়ার জন্য প্রথম আলোকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।’
তাদের পরিচয় খেলার মাঠে। সম্পর্কটা ধীরে ধীরে গভীর হয়েছে। কবে কখন একজন হয়ে গেছেন আরেকজনের পরিপূরক, বুঝতেই পারেননি। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এমন জুটি রয়েছেন বেশ কজন। এই দম্পতিদের বেশ কয়েকটি এসেছেন তীর–প্রথম আলো ক্রীড়া পুরস্কার ২০২১ অনুষ্ঠানে। হোটেল সোনারগাঁয়ে ক্রীড়াবিদদের মিলনমেলায় আলো ছড়াচ্ছেন তারা জুটি বেঁধে।
আখতার হোসেন খান (চেয়ারম্যান), আশরাফউদ্দিন আহমেদ, কামরুন নাহার ডানা, সেলিম শাহেদ ও দুলাল মাহমুদ
রাসেল মাহমুদ, সাকিব আল হাসান, তামিম ইকবালরা এর আগে জিতেছেন এ পুরস্কার। ২০২১ সালে বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় শাহেদা আক্তার।
১৬ বছর বয়সী ফরোয়ার্ড শাহেদা ছিলেন সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। শাহেদাকে পুরস্কার তুলে দিচ্ছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানী।
শামরিন আক্তার, মোল্লা সাবিরা সুলতানা, ফৌজিয়া হুদা জুঁই, নাজমুন নাহার বিউটি, সালমা খাতুন, ববিতা খাতুন, জ উ প্রু, খাদিজাতুল কুবরা, শাহনাজ পারভীন মালেকা, মাবিয়া আক্তার, কৃষ্ণা রাণী সরকার, সাবিনা খাতুন, তহুরা খাতুন এর আগে জিতেছেন এ পুরস্কার।
২০২১ সালে বর্ষসেরা নারী ক্রীড়াবিদ আর্চার দিয়া সিদ্দিকি। তাঁর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন জোবেরা রহমান লিনু।
আমি বিশ্বাস করতে পারছিলাম না। এত বেশি প্রতিদ্বন্দী। বিকেএসপি, ফেডারেশনকে ধন্যবাদ। সুইজারল্যান্ডের পারফরম্যান্সের জন্যই এমন একটা পুরস্কার। প্রথম আলোকে ধন্যবাদ। ভবিষ্যতে আরও ভালো করার প্রেরণা দেবে।দিয়া সিদ্দিকি, বর্ষসেরা নারী ক্রীড়াবিদ ২০২১
২০২১ সালে আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরিটি পেয়েছিলেন, নিয়েছিলেন ৪০টি উইকেট। ২০২১ সালে বর্ষসেরা ক্রীড়াবিদ রানারআপ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। মিরাজকে পুরস্কার তুলে দিয়েছেন সিদ্দিকুর রহমান।
আমাদের সবাইকে যেভাবে অনুপ্রেরণা জোগায় প্রথম আলো, এজন্য তাদের ধন্যবাদ। সবাই দোয়া করবেন, সামনে অনেক খেলা আছে আমাদের।মেহেদী হাসান মিরাজ, বর্ষসেরা ক্রীড়াবিদ রানারআপ ২০২১
২০২১ সালে বর্ষসেরা ক্রীড়াবিদ রানারআপ আরেকজন জাতীয় দলের ব্যাটসম্যান লিটন দাস।
ব্যক্তিগত কারণে দেশের বাইরে আছেন লিটন দাস, তাঁর হয়ে পুরস্কার নিচ্ছেন ভাই বাপ্পী দাস।
ভিডিওবার্তায় লিটন বলেছেন, ‘এ পুরস্কার পেয়ে অনেক খুশি হয়েছি। আরও খুশি হতাম, যদি সামনে থেকে নিতে পারতাম। ভবিষ্যতে এটি আমাকে প্রেরণা দেবে। সবাই দোয়া করবেন, যাতে আরও ভালো পারফরম্যান্স করতে পারি।’
২০২১ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ সাকিব আল হাসান। তাঁর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, যিনি ছিলেন জাতীয় দলের প্রথম অধিনায়ক। 'বিকে...এসপি' চিৎকার উঠেছে আরেকবার।
সবাইকে ধন্যবাদ। প্রতিবার পুরস্কার পেলে অনেক ভালো লাগে। যখন দিচ্ছিল, জানতে চাচ্ছিলাম ২০১৯ সালের পুরস্কারটা দেবে কি না। সে বছরটা ভালো ছিল, হয়তো পেতাম। পেলে সাতবার পুরস্কার পেতাম। সতীর্থ, কোচিং স্টাফ, বোর্ডের সবাইকে ধন্যবাদ দেব। তাঁদের কারণে আমার পথটা সহজ ছিল। সবাই দোয়া করবেন, আরও বড় বড় জায়গায় পারফরম্যান্স দেখাতে পারি। যাতে বাংলাদেশের মানুষ খুশি হয়।সাকিব আল হাসান, তীর-প্রথম আলো বর্ষসেরা ক্রীড়াবিদ ২০২১
পাঠকের ভোটেও বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন সাকিব আল হাসান। সাকিবের সঙ্গে মনোনয়নের তালিকায় ছিলেন মেহেদী হাসান মিরাজ, রোমান সানা, সাকিব আল হাসান, দিয়া সিদ্দিকী, লিটন দাস, তপু বর্মণ।
’পাপন ভাই (নাজমুল হাসান) বলছিলেন, “তুমিই তো সব নিয়ে গেলা!” আমি বলেছি, ভোটে হলে আমাকে কেউ হারাতে পারবে না।’সাকিব আল হাসান
বর্ষসেরা ক্রীড়াবিদ সাকিব আল হাসান, পাঠকের ভোটেও বর্ষসেরা হয়েছেন তিনিই। বর্ষসেরা নারী ক্রীড়াবিদ দিয়া সিদ্দিকী, দুই রানারআপ মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় হয়েছেন শাহেদা আক্তার।
সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করেছেন সঞ্চালক প্রথম আলোর অনলাইন ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র।