ফটো ফিচার

বেকহাম কেন হঠাৎ পিএসজিতে

ডেভিড বেকহাম প্যারিস সফরে। পিএসজিতে একটু ঘুরে না এলে কী হয়! বিকেলে সময় কাটাতে ইউনুস খান গভীর সমুদ্রে গেছেন মাছ শিকারে। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া ক্রীড়াঙ্গনের তারকাদের নির্বাচিত ছবি নিয়ে এই আয়োজন—
চোটের শেষ খবরটি এ ছবি পোস্ট করেই দিয়েছেন পাওলো দিবালা। আশা করছেন শিগগিরই মাঠে ফেরার।
কত মাছ! বিকেলে সময় কাটাতে ইউনুস খান গভীর সমুদ্রে গেছেন মাছ শিকারে। অনেক মাছ পেয়ে মনটা খুশিতে ভরে গেছে পাকিস্তানের সাবেক ক্রিকেটারের।
লম্বা সময় বাড়ির বাইরে থাকতে হয়েছে। ফিরে এসে সন্তানের কাছ থেকে পাওয়া এমন অভ্যর্থনায় দারুণ খুশি সাবেক ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর।
নেইমারের পা থেকে খুলে ফেলা হয়েছে প্রটেকটিভ বুট। ফিরেছেন পিএসজির ট্রেনিং সেন্টারে।
ডেভিড বেকহাম প্যারিস সফরে। পিএসজিতে একটু ঘুরে না এলে কী হয়! বেশ কয়েকটি ছবি দিয়ে লিখেছেন, পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হওয়ায় আনন্দিত। পিএসজির ট্রেনিং সেন্টারে এখানে তাঁর সঙ্গে লিওনেল মেসি ও মার্কো ভেরাত্তি
ডেভিড বেকহাম প্যারিস সফরে। পিএসজিতে একটু ঘুরে না এলে কী হয়! বেশ কয়েকটি ছবি দিয়ে লিখেছেন, পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হওয়ায় আনন্দিত। পিএসজির ট্রেনিং সেন্টারে এখানে তাঁর সঙ্গে কিলিয়ান এমবাপ্পে