ফটো ফিচার

খালেদের বিয়ে, রোনালদোর ‘জীবন’

বিয়ে করেছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার খালেদ আহমেদ। পরিবারের মাঝেই নিজের জীবন খুঁজে পাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর মদিনায় গিয়ে আবেগে ভাসছেন শোয়েব আখতার। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
মাওরি ভাষায় অকল্যান্ডের নাম তামাকি মাকাউরাউ। ১২ জানুয়ারি সেখানেই শুরু নিউজিল্যান্ড ও পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজ। এর আগে দুই দলকে অভ্যর্থনা জানিয়েছে সেখানকার মাওরি সম্প্রদায়। সে অনুষ্ঠানে এভাবেই ক্যামেরায় ধরা পড়লেন নিউজিল্যান্ড অধিনায়ক কেইন উইলিয়ামসন।
রেস করতে গিয়ে উল্টে পড়ে গেছেন ভালটারি বোটাস। ভাগ্যিস ফর্মুলা ওয়ান কার নয়, সাইকেল নিয়ে পড়ে গেছেন এই ফিনিশ রেসার! ছবিটি অস্ট্রেলিয়ার।
ব্রিসবেন হিটের হয়ে বিগ ব্যাশে ফিরতে পেরে রোমাঞ্চিত মারনাস লাবুশেন। সে ম্যাচ হয়েও গেছে, পার্থ স্কর্চার্সকে ২৩ রানে হারানো ম্যাচে লাবুশেন করেছেন ৩৩ বলে ৪৫ রান।
ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর সাবেক প্রধানমন্ত্রী বাসেদো পান্ডে মারা গেছেন ১ জানুয়ারি। শেষকৃত্যের আগে দূর থেকেই শ্রদ্ধা জানিয়েছেন ত্রিনিদাদের ‘রাজপুত্র’ ব্রায়ান লারা, পোস্ট করেছেন কয়েকটি ছবি।
মদিনায় গিয়ে আবেগাপ্লুত শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক গতিতারকার কাছে ‘এ অনুভূতির তুলনা নেই কোনো।’
ভারত সফর শেষ হয়েছে অস্ট্রেলিয়া দলের। সে সফর দারুণ ছিল, বলছেন এলিস পেরি।
‘আমার জীবন’, পরিবারের সঙ্গে ছবিতে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যাপশন এমন।
‘আনুষ্ঠানিকভাবে আমি এখন তাঁর’, এ ছবি পোস্ট করে নিজের বিয়ের খবর জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার খালেদ আহমেদ।