ফটো ফিচার

দ্বিতীয়বার বাবা হচ্ছেন নেইমার, হয়েছেন ক্যালিস

সময়টা যেন বাবা ও সন্তানদের। দ্বিতীয়বার বাবা হওয়ার ঘোষণা দিয়েছেন নেইমার। আর আজকেই বাবা হয়েছেন কিংবদন্তি জ্যাক ক্যালিস। রাজস্থানে ঘুরতে গিয়ে হাতির সঙ্গে খেলছে জস বাটলারের কন্যা আর বাবার ব্যাট নিয়ে খেলতে দেখা গেছে লাবুশেনের মেয়েকে। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া খেলার তারকাদের নির্বাচিত ছবি—
খেলতে খেলতে এভাবেই হাতির পাশে দাঁড়িয়ে ফ্রেমবন্দী হয়েছে ইংলিশ উইকেটকিপার–ব্যাটসম্যান জস বাটলারের মেয়ে। আইপিএলে খেলার ফাঁকে রাজস্থানের ‘ডেরা আমের’ ক্যাম্পে ঘুরতে গেছে বাটলারের পরিবার
পোষা কুকুরের সঙ্গে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ও তাঁর স্ত্রী
বাবার ব্যাট নিয়ে খেলার চেষ্টা করছে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান মারনাস লাবুশেনের কন্যা। কে জানে, একদিন বাবার মতো মেয়েও ক্রিকেটার হয়ে ওঠে কি না
দ্বিতীয়বারের মতো বাবা হতে চলেছেন ব্রাজিল তারকা নেইমার। প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির গর্ভে তাঁর সন্তান। সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমারের সঙ্গে নিজের ‘বেবি বাম্প’–এর ছবি প্রকাশ করে খবরটি নিশ্চিত করেছেন ব্রুনা
আইপিএলের ব্যস্ততার ফাঁকে সুইমিংপুলে হার্দিক পান্ডিয়ার জলকেলি
বাবা হয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার জ্যাক ক্যালিস। ইনস্টাগ্রামে উচ্ছ্বসিত ক্যালিস লিখেছেন, ‘আমাদের সুন্দর কন্যাসন্তানকে পরিচয় করিয়ে দিচ্ছি। ক্লোয়ে গ্রেস ক্যালিস আজ ৮টা ৩৭ মিনিটে জন্মেছে।’ মা ও শিশু ভালো আছে বলেও জানিয়েছেন ক্যালিস
মাঠে নয়, মাঠের বাইরে দেখা হলো আইপিএলে বাংলাদেশের দুই প্রতিনিধি মোস্তাফিজুর রহমান ও লিটন দাসের। তাঁদের সঙ্গে আছেন ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেলও