ফটো ফিচার

টোকিওতে মেসি–ইনিয়েস্তাদের ‘বার্সেলোনা পুনর্মিলনী’ আর রোনালদোর সূর্যস্নান

সার্ফিং মিস করছেন ডেল স্টেইন। সমর্থন চাইলেন এমিলিয়ানো মার্তিনেজ। কলিন কায়েপেরনিকের সঙ্গে ভিনিসিয়ুস। ক্রিস্টিয়ানো রোনালদোর সূর্যস্নান আর লিওনেল মেসি-আন্দ্রেস ইনিয়েস্তাদের ‘বার্সেলোনা পুনর্মিলনী’। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া খেলার তারকাদের নির্বাচিত ছবি।
পুরোনো ছবি পোস্ট করে সার্ফিংকে মিস করার কথা জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ফাস্ট বোলার ডেল স্টেইন। লিখেছেন, ‘২০২৪ সালে এখনো সার্ফিং করা হয়নি। তাই পুরোনো ছবি দেখাচ্ছি। আমি মরিয়া হয়ে আছি।’
সাবেক এনএফএল কোয়ার্টারব্যাক কলিন কায়েপেরনিকের সঙ্গে জার্সি বদল করলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। ভিন্ন জগতের বাসিন্দা হয়েও দুজনের মধ্যে একটি মিল রয়েছে। দুজনই বর্ণবাদবিরোধী আন্দোলনে সোচ্চার হওয়ার জন্য পরিচিত। এই ছবির ক্যাপশনে কায়েপেরনিকের কাছ থেকে শেখার কথাও বলেছেন ভিনিসিয়ুস
পেছনে লাল গাড়ি আর সামনে নীল পোশাকে মোহাম্মদ শামি। কোনো ক্যাপশন ছাড়াই ছবিটি পোস্ট করেছেন ভারতীয় পেসার
আজ রাতে এফএ কাপে চেলসির মুখোমুখি হবে অ্যাস্টন ভিলা। এই ছবি দিয়ে সেই ম্যাচের আগের সবার সমর্থন চাইলেন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ
‘অনুশীলনের পর সূর্যালোকের নিচে শুয়ে থাকার কোনো তুলনা হয় না’—এই ক্যাপশন দিয়ে ছবিটা পোস্ট করেছেন আল নাসরের পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো
জাপানের ক্লাব ভিসেল কোবের সঙ্গে আজ প্রীতি ম্যাচে খেলেছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। টোকিওতে মেসি, লুইস সুয়ারেজ, সের্হিও বুসকেতস ও জর্দি আলবা পেয়েছেন ভিসেল কোবের সাবেক খেলোয়াড় আন্দ্রেস ইনিয়েস্তাকেও। ব্যস, হয়ে গেল অন্য রকম এক ‘বার্সেলোনা পুনর্মিলনী’। ছবিটি পােস্ট করেছেন ইনিয়েস্তা