ফটো ফিচার

আনচেলত্তির নাচ, স্কার্ফে এমবাপ্পে ও বেলিংহামের সেলফি: রিয়ালের রাজকীয় শিরোপা উৎসব

রিয়াল মাদ্রিদের ৩৬তম লিগ শিরোপা উদ্‌যাপনে সিবেলেস স্কয়ারে নেমেছিল ভক্ত-সমর্থকদের ঢল। ছাদখোলা বাসে ট্রফি হাতে শিরোপা উৎসবের মধ্যমণি ছিলেন আনচেলত্তি-বেলিংহাম-ভিনিসিয়ুসরা। নেচেগেয়ে মুহূর্তটা স্মরণীয় করে রেখেছেন তাঁরা। রিয়ালের শিরোপা উৎসবের নির্বাচিত ছবি নিয়ে ফটো ফিচারের এ আয়োজন—
সিবেলেস ফাউন্টেনের আশপাশের এলাকায় রিয়াল মাদ্রিদের ৩৬তম লিগ শিরোপা জয়ের উৎসব উদ্‌যাপন করেছেন ভক্ত-সমর্থকেরা
চারপাশে হাজারো দর্শক আর ছাদখোলা বাসকে ঘিরে রয়েছেন ঘোড়সওয়ারেরা। রিয়ালের লিগ শিরোপা জয়ের উদ্‌যাপন হয়েছে এমনই রাজকীয়
‘চ্যাম্পিয়নস’ লেখা ছাদখোলা বাসে ট্রফি সামনে রেখে উদ্‌যাপনে মেতেছেন নাচো-কারভাহালরা
উদ্‌যাপনের এমন স্মরণীয় মুহূর্তে ধরে না রাখলে কি হয়! সেটা ভেবেই হয়তো বাস প্যারেডের মধ্যেই সেলফি তুলছেন বেলিংহাম-রদ্রিগোরা
রিয়ালের শিরোপা উৎসব হয়ে উঠেছিল এমনই লোকে লোকারণ্য। হাজারো ভক্ত-সমর্থকের পদভারে প্রকম্পিত হয়েছে সিবেলেস স্কয়ারের রাজপথ
শিষ্যদের সঙ্গে এভাবেই নেচেগেয়ে শিরোপা উৎসব করেছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি
রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়ার হাতে লিগ ট্রফি। তাঁর সঙ্গী হয়েছেন রদ্রিগো-ক্রুসরা
লা লিগা ট্রফি হাতে সিবেলেস স্কয়ারে এভাবেই উদ্‌যাপন করেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক নাচো ফার্নান্দেজ
ট্রফি উঁচিয়ে সিবেলেস স্কয়ার এলাকায় উদ্‌যাপনে মাতেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি
সিবেলেস স্কয়ারে ট্রফি হাতে লুকা মদরিচ-টনি ক্রুসদের উদ্‌যাপন হয়েছে এমনই উন্মাতাল
পিএসজি ছাড়ার ঘোষণা দিলেও পরবর্তী গন্তব্যের ব্যাপারে এখনো কিছু জানাননি কিলিয়ান এমবাপ্পে। তাতে অবশ্য রিয়াল সমর্থকদের কিছু যায়–আসে না। রিয়ালের শিরোপা উৎসবে এভাবেই এমবাপ্পের ছবি–সংবলিত স্কার্ফ পরে হাজির হয়েছিলেন সমর্থকেরা
মাঠে রিয়ালের উদ্‌যাপনের শিরোমণি ভিনিসিয়ুস জুনিয়র। প্যারেডেও ভিনিকে দেখা গেল এমন উৎসবমুখর