ফটো ফিচার

বিদায় অ্যান্ডারসন, এল বিদায়ের ক্ষণ

ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটি আজ খেলে ফেলেছেন জেমস অ্যান্ডারসন। বিদায়বেলায় নিজে যেমন আবেগে ভেসেছেন, তেমনি আবেগ ছুঁয়ে গেছে অ্যান্ডারসনের ভক্ত-সমর্থক আর সতীর্থদেরও। এ নিয়েই আজকের এই আয়োজন—
আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দিনে মাঠে নামার আগে নিজের দল ইংল্যান্ড আর প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের গার্ড অব অনার পেয়েছেন জেমস অ্যান্ডারসন
ক্যারিয়ারের শেষ দিনে ১টি উইকেট নিয়েছেন ইংলিশ ফাস্ট বোলার
ক্যারিয়ারের শেষ বলেও পেয়ে যেতে পারতেন উইকেট। কিন্তু ফিরতি ক্যাচ মিস করেছেন গুড়াকেশ মোতির
এ শুধু অ্যান্ডারসনের টেস্ট, এ টেস্ট আর কারও নয়! ম্যাচ শেষে তাঁর সতীর্থরা বুঝিয়ে দিয়েছেন যেন সেটাই
ক্যারিয়ারের শেষ টেস্ট জিতে মাঠ ছাড়ছেন অ্যান্ডারসন
বাবার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ। গ্যালারিতে বসে খেলা দেখেছেন মেয়ে লোলা। ম্যাচ শেষে নেমে আসেন মাঠে