কানপুরে বৃষ্টির দাপট আর মাসকটের সঙ্গে রোনালদোর শুভেচ্ছা বিনিময়

কানপুরে আজ বাংলাদেশ–ভারত দ্বিতীয় টেস্টের প্রথম দিনের বেশির ভাগই ভেসে গেছে বৃষ্টিতে। তবে যতক্ষণ খেলা হয়েছে, বাংলাদেশকে ভরসা দিয়েছেন মুমিনুল হক। বৃষ্টি বাধা দিলেও খেলা দেখতে মাঠে এসেছে এক দল স্কুলছাত্রী। কানপুর টেস্টের প্রথম দিনের বিভিন্ন মুহূর্তসহ খেলার দুনিয়ার নানা ছবি নিয়ে এই আয়োজন—
ছেলেকে প্রথমবারের মতো চুল কাটাতে নিয়ে গেছেন টেম্বা বাভুমা। প্রথমবার হলেও নির্বিঘ্নেই কাজটা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার টেস্ট ও ওয়ানডে দলের এই অধিনায়ক
এমন বেশ কিছু ছবি দিয়ে স্ত্রী ধনশ্রী ভার্মাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল
বাংলাদেশ–ভারতের খেলা দেখার জন্য লাইন ধরে মাঠে প্রবেশ করছে স্কুলের ছাত্রীরা। এই স্টেডিয়ামে আছে ছাত্র–ছাত্রীদের জন্য ‘স্টুডেন্ট গ্যালারি’। ভারতের আর কোনো মাঠে এই ব্যবস্থা নেই
কানপুর টেস্টের প্রথম দিনের বেশির ভাগ সময়ই ভেসে গেছে বৃষ্টির কারণে। বৃষ্টিতে এভাবেই ঢাকা ছিল মাঠ ও উইকেট
কানপুরে প্রথম ইনিংসে ব্যাট হাতে বাংলাদেশকে ভরসা দিচ্ছেন মুমিনুল হক। অপরাজিত ৪০ রানের ইনিংস খেলার সময় শট খেলছেন এই ব্যাটসম্যান
কানপুরে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন এভাবেই বল পরিষ্কারের সময় ফ্রেমবন্দী হন বিরাট কোহলি
আল নাসরের হয়ে আজ রাতের ম্যাচে মাঠে নামার আগে এভাবেই মাসকটের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ক্রিস্টিয়ানো রোনালদো