ইউরো ফাইনাল: একদিকে উচ্ছ্বাস, আরেক দিকে হতাশা

বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ইউরোর শিরোপা জিতেছে স্পেন। ফাইনালের পর স্বাভাবিকভাবেই দেখা গেছে দুরকম অনুভূতির প্রকাশ। সেসবেরই নির্বাচিত কিছু ছবি—
শেষ বাঁশির পর দুই রকম অনুভূতি
রিয়াল মাদ্রিদের হয়ে বছরটা দারুণ গেলেও ইংল্যান্ডের হয়ে ইতিহাস গড়া হলো না জুড বেলিংহামের
ট্রফি পাশে রেখে লামিনে ইয়ামাল ও নিকো উইলিয়ামসের উদ্‌যাপন
একটি শিরোপা জেতার অপেক্ষা আরেকটু বাড়ল ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের। টানা দুবার ইউরোর এ ট্রফির খুব কাছে এসেও ছুঁতে পারলেন না তিনি
ইতিহাসের প্রথম দল হিসেবে টানা চারটি ইউরো জেতার উচ্ছ্বাস স্পেনের
কোচ লুই দে লা ফন্তেকে ঘিরে স্পেনের খেলোয়াড়দের উদ্‌যাপন
দুবার ইউরোর ফাইনালে হারা প্রথম কোচ হলেন গ্যারেথ সাউথগেট
মাদ্রিদে স্পেন সমর্থকদের ইউরো জয়ের উল্লাস
এভাবেই রাস্তায় নেমে এসেছিলেন স্প্যানিশরা
ওদিকে লন্ডনে ইংলিশ সমর্থকদের হতাশা
ক্যামেরা এভাবেই ছেঁকে ধরেছিল স্পেনের ইউরোজয়ীদের
স্বজনের সঙ্গে ফেরান তরেসের উদ্‌যাপন
ওদিকে গ্যালারিতে স্বজনের কাছে সান্ত্বনা খুঁজছেন ওলি ওয়াটকিনস