ফটো ফিচার

জ্যাকুলিনদের সঙ্গে শামি, ‘রকে’ আড্ডা নেইমারের

বলিউড তারকা জ্যাকুলিন ফার্নান্দেজ ও সোনু সুদদের সঙ্গে আবার দেখা হয়ে যাওয়ায় মোহাম্মদ শামির আনন্দ। সংগীতশিল্পী বন্ধুকে নিয়ে আড্ডা দিতে পেরে খুশি নেইমার। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া ক্রীড়াঙ্গনের তারকাদের নির্বাচিত ছবি নিয়ে আজকের এ আয়োজন—
মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ইরফান পাঠান। ছবিটি দিয়ে ভারতের সাবেক ফাস্ট বোলার লিখেছেন, ‘যতবারই দেখা হয়, কোনো না কোনো সুখস্মৃতি সামনে চলে আসে’
স্ত্রীর জন্মদিনে এভাবেই শুভেচ্ছা জানিয়েছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা জর্দি আলবা
ডোয়াইন ব্রাভোকে পেছনে ফেলে আইপিএলের সবচেয়ে বেশি উইকেটের মালিক এখন যুজবেন্দ্র চাহাল। ভারতের স্পিনারকে এভাবেই সম্মান জানিয়েছে তাঁর দল রাজস্থান রয়্যালস
আজ ছিল আন্দ্রেস ইনিয়েস্তার জন্মদিন। বিশেষ দিনটি পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে উদ্‌যাপন করেছেন স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলার
বলিউড তারকা জ্যাকুলিন ফার্নান্দেজ ও সোনু সুদদের সঙ্গে আবার দেখা হয়ে যাওয়ায় মোহাম্মদ শামির আনন্দ
সংগীতশিল্পী বন্ধুকে নিয়ে আড্ডা দিতে পেরে খুশি নেইমার