তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সেসব। তারই নির্বাচিত কয়েকটি ছবি নিয়ে এ ফটোফিচার—
পাকিস্তান ক্রিকেটে মোহাম্মদ হাফিজ ‘প্রফেসর’ নামে পরিচিত। এ বছরের শুরুতে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন সাবেক এই অধিনায়ক। তাঁর সঙ্গে ছবি তুলে সাঈদ আজমলের ক্যাপশন, ‘প্রফেসর হাফিজ সাহেব’
বিজ্ঞাপন
ক্রিকেটের বাইরে মাঝেমধ্যেই সুন্দর সাজপোশাকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। আজ এই ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘ব্যক্তিত্ব আপনাকে এগিয়ে দেয়।’
বিজ্ঞাপন
আর ১০ জন নারীর মতো টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামসেরও গয়না ও সাজপোশাক পছন্দ। ২০০৯ সাল থেকেই নিজের ‘সিগনেচার জুয়েলারি’ বাজারে ছাড়েন মার্কিন কৃঞ্চকলি। আজ তেমনই এক চেইনের কিছু ছবি প্রকাশ করে সেরেনা লিখেছেন, ‘এই গয়না নিতে পারেন...যা পাওয়া যাবে সেরেনা উইলিয়ামস ডট কম-এ।’ আফ্রিকা ও ভারতে গন্ডার সংরক্ষণে কেভিন পিটারসেনের নিজের দাতব্য প্রতিষ্ঠান আছে। সম্প্রতি গন্ডারদের সেবায় নিয়োজিত দাতব্য প্রতিষ্ঠান ‘কেয়ারফরওয়ার্ল্ড’-এর সঙ্গে সময় কাটানোর সময় এই খুদে গন্ডারটির ছবি পোস্ট করেন ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যানলর্ডসে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা টেস্টে আজ প্রথম দিনে ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামটির ঐতিহ্যবাহী ঘণ্টার সামনে ইয়ান বেল। ইংল্যান্ডের সাবেক এই ব্যাটসম্যানদের ঘণ্টা বাজানোর মধ্য দিয়ে শুরু হয় সিরিজের প্রথম টেস্ট। ইংল্যান্ড ক্রিকেট বেলের ঘণ্টা বাজানোর ছবিটি পোস্ট করে লিখেছে, ‘বেল বাজালেন বেল!’ ফুটবল কিংবদন্তি পেলে তাঁর বর্ণময় ক্যারিয়ারে নানা দেশ ভ্রমণ করেছেন। যখন যেখানেই গিয়েছেন, স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে হ্যাট উপহার পেয়েছেন—ইনস্টাগ্রামে এ ছবিটি পোস্ট করে এমন কথাই লিখেছেন ব্রাজিলের তিনবার বিশ্বকাপজয়ী কিংবদন্তি। হ্যাটটি দেখে মেক্সিকান মনে হলেও পেলে উল্লেখ করেননি তাঁর হ্যাট পরা এ ছবিটি কোথায় তোলা হয়েছেহরভজন সিং প্রকৃতিপ্রেমী। সম্প্রতি একটি দাতব্য প্রতিষ্ঠানের সঙ্গে বৃক্ষরোপণে সময় কাটছে ভারতের সাবেক স্পিনারের। পাঞ্জাবে গাছ লাগিয়ে কাজ শুরুর এ ছবিটি আজ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন হরভজনসন্তানের সঙ্গে সুইমিংপুলে আর্জেন্টাইন স্ট্রাইকার লওতারো মার্তিনেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ছবিটি পোস্ট করে ইন্টার মিলান স্ট্রাইকার লিখেছেন ‘বাবা তোমাকে ভালোবাসে।’