ফটো ফিচার

বাবরের দারুণ সন্ধ্যা, শোয়েবের রহস্যময় ছবি

ক্যানবেরায় বাবর আজম। রহস্যময় ছবিতে শোয়েব আখতার। পুরোনো দিনের ছবিতে ওয়ার্নার।  স্ত্রী ধনশ্রী ভার্মার সঙ্গে যুজবেন্দ্র চাহাল। ভালোবাসায় সিক্ত মোহাম্মদ শামি। স্ত্রী ওয়ান্দা নারার সঙ্গে মাউরো ইকার্দি। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া খেলার তারকাদের নির্বাচিত ছবি।
এভাবেই জনতার ভালোবাসায় সিক্ত হয়েছেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি। এই ছবি পোস্ট করে শামি লিখেছেন, ‘আমাকে ভালোবাসার জন্য এবং সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ। সবাইকে ভালোবাসি।’
তুরস্কে বিজ্ঞাপনী শুটিংয়ের ফাঁকে আর্জেন্টাইন ফুটবলার মাউরো ইকার্দির সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ছবি পোস্ট করেছেন স্ত্রী ওয়ান্দা নারা
কোনো ক্যাপশন ছাড়াই এই ছবি পোস্ট করেছেন ব্যালন ডি’অরজয়ী স্প্যানিশ ফুটবলার অ্যালেক্সিয়া পুতেয়াস
ডেভিড ওয়ার্নারের অস্ট্রেলিয়া দলে জায়গা পাওয়া নিয়ে চলছে নানা আলোচনা–সমালোচনা। ওয়ার্নার অবশ্য সেসবের দিকে না তাকিয়ে তাকাচ্ছেন পুরোনো ছবির দিকে। এ ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘পুরোনো দিনের কিছু ছবি দেখছিলাম এবং এটি সামনে এল। বাবা হওয়ার মতো আর দারুণ কিছু নেই।’
স্ত্রী ধনশ্রী ভার্মার সঙ্গে এ ছবিটি পোস্ট করেছেন ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল
‘আমি বলেছিলাম না?’—এমন রহস্যময় ক্যাপশনে চোখ টেপার ছবিটি পোস্ট করেছেন পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার
‘ক্যানবেরায় দারুণ সন্ধ্যা’—এই ক্যাপশনে ছবিটি পোস্ট করেছেন পাকিস্তানি ব্যাটসম্যান বাবর আজম