ফটো ফিচার

‘ঐতিহাসিক জয়ের’ পর লিটন, আর সেলফি কন্যা সেরেনা

ঐতিহাসিক জয়ের পর লিটন দাস। স্যুট পরে হাসিখুশি অজিঙ্কা রাহানে। এক ফ্রেমে দিনেশ কার্তিক ও অভিনব বিন্দ্রা। জিমে সেরেনা উইলিয়ামসের সেলফি। আর বার্সার জার্সিতে ভিতর রকি। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া খেলার তারকাদের নির্বাচিত ছবি।
অবশেষে বার্সার জার্সিতে দেখা গেল ব্রাজিলিয়ান তরুণ ভিতর রকিকে
একই ফ্রেমে ভারতীয় ক্রিকেটার দিনেশ কার্তিক ও ২০০৮ সালে অলিম্পিক সোনা জেতা শ্যুটার অভিনব বিন্দ্রা। ক্যাপশনে বিন্দ্রাকে ‘মাস্টার অব শ্যুটিং’ বলে সম্বোধন করেছেন কার্তিক
ক্যাপশন লিখেছেন, ‘স্যুট’। ভারতীয় ব্যাটসম্যান অজিঙ্কা রাহানের স্যুট পরার আনন্দটা যেন হাসিতেই ধরা পড়েছে
‘জিমে আমি ৫০ শতাংশ সময় পার করি সেলফি তুলে’—টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস ছবির ক্যাপশনে এমন মজার বাক্য লিখেছেন
‘ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে বাংলাদেশের একটি ঐতিহাসিক জয়’—নিউজিল্যান্ডকে প্রথমবারের মতো টি–টোয়েন্টিতে হারানোর অনুভূতিটা এভাবেই প্রকাশ করেছেন লিটন দাস