ফটো ফিচার

তাসকিনের কাছে পরিবার শুধু গুরুত্বপূর্ণই নয়, সবকিছু

পরিবারের সদস্যদের সব সময়ই অন্য সবকিছুর চেয়ে এগিয়ে রাখেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। বাংলাদেশের আরেক ক্রিকেটার সাব্বির রহমান স্ত্রীকে নিয়ে আছেন ইউরোপ ভ্রমণে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়ানো তারকাদের ছবি দেখুন ফটো ফিচারে—
স্ত্রীকে নিয়ে ইউরোপ ভ্রমণে সাব্বির রহমান। শুরু করেছিলেন ফ্রান্স দিয়ে। এরপর জার্মানি ঘুরে বাংলাদেশের ক্রিকেটার এখন সুইজারল্যান্ডে। জুরিখে বরফ–দর্শনে সাব্বির ও তাঁর স্ত্রী
ইংল্যান্ড দল এখন দুই জায়গায় খেলছে—টেস্ট দল আছে নিউজিল্যান্ডে, ওয়ানডে ও টি–টোয়েন্টি দল বাংলাদেশে। কিন্তু কোনো জায়গাতেই নেই স্যাম বিলিংস। বিপিএল খেলার পর তাঁর এখন ক্রিকেটে আপাতত ছুটি। তাই ঘুরে বেড়াতে কোনো বাধা নেই ইংলিশ ব্যাটসম্যানের
নিজেদের সমর্থকদের সামনে অনুশীলন করার আগে এক ফ্রেমে মেসি–এমবাপ্পেসহ পুরো পিএসজি দল
ছেলের জন্মদিনে এভাবেই শুভেচ্ছা জানিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনিও
পরিবারের সদস্যদের সঙ্গে তাসকিন আহমেদ। ছবিটি দিয়ে লিখেছেন, ‘পরিবার শুধু গুরুত্বপূর্ণ বিষয়ই নয়, পরিবারই সবকিছু।’