বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলছেন ব্রাভো
বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলছেন ব্রাভো

ফটো ফিচার

বাংলাদেশে ফিরে দারুণ খুশি ব্রাভো

এবারের বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলছেন ক্যারিবীয় তারকা ড্যারেন ব্রাভো। বাংলাদেশে এর আগে অনেকবারই এসেছেন। আবার এসে যে তিনি দারুণ খুশি, ইনস্টাগ্রামে সেটিই জানিয়েছেন তিনি। সেরেনা উইলিয়ামস হাত পাকাচ্ছেন গলফে। সের্হিও আগুয়েরো ব্যস্ত তাঁর ‘টুইচ’ নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রীড়াবিদেরা প্রতিদিনই নানা ধরনের ছবি পোস্ট করেন। সেই ছবিগুলি যেন তাদের দৈনন্দিন জীবনেরই প্রতিচ্ছবি
ছোটবেলায় পড়া এক উপন্যাসের চরিত্রের সঙ্গে দেখা হয়ে গেল ইকার ক্যাসিয়াসের। ১৯৭৯ সালে প্রকাশিত জার্মান ঔপন্যাসিক মাইকেল এন্ডের লেখা দ্য এন্ডলেস স্টোরি বিশ্বকাপজয়ী সাবেক স্প্যানিশ গোলকিপারের সব সময়ই খুব প্রিয়
‘ঝড়ের আগে শান্ত সিরাজ’—নাগপুরে অস্ট্রেলিয়াকে ভারত ইনিংস ও ১৩২ রানে উড়িয়ে দিয়েছে। দিল্লিতে পরের টেস্ট শুরুর আগে এভাবেই শান্ত সময় কাটাচ্ছেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ
পোষ্যের সঙ্গে এভাবেই সময় কাটাচ্ছেন আর্জেন্টাইন তারকা মাউরো ইকার্দি
শিশু সন্তানের সঙ্গে পিএসজি তারকা আশরাফ হাকিমি। পৃথিবীর সব বাবাদের আদরই একই রকম
কাল ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৩-১ গোলে হেরেছে অ্যাস্টন ভিলা। এমিলিয়ানো মার্তিনেজ গোলবারে দাঁড়িয়ে ঠেকাতে পারেননি বড় হার। ইনস্টাগ্রামে সেই খেলারই ছবি পোস্ট করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার
টেনিস ছেড়েছেন এর মধ্যেই। এখন কি গলফ খেলা শুরু করবেন
বিপিএলে রংপুর রাইডার্সের ম্যাচের এক ফাঁকে টেলিভিশনে সাক্ষাৎকার দিচ্ছেন ড্যারেন ব্রাভো। ইনস্টাগ্রামে এই ছবি দিয়ে জানিয়েছেন, বাংলাদেশে আবারও ফেরার অনুভূতিটা তাঁর দুর্দান্ত
আগুয়েরো ব্যস্ত ‘টুইচ’ নিয়ে