ফটো ফিচার

চাকরি ছেড়ে এসেছেন কোহলির খেলা দেখতে

ছেলের জন্মদিন উদ্‌যাপন করেছেন শোয়েব মালিক। পুনে গেছে নিউজিল্যান্ড দল। ধর্মশালার সৌন্দর্যে মুগ্ধ অ্যারন ফিঞ্চ। কোহলিকে দেখতে চাকরি ছাড়ার কথা জানালেন এক দর্শক। আর হতাশার কথা জানালেন আতহার আলী খান। দেখে নিন বিশ্বকাপের নির্বাচিত ছবি—
ধর্মশালার সৌন্দর্যে মজেছেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ। পাহাড়ে চড়ে আর ক্রিকেট উপভোগ করে কয়েকটা দিন কাটানোর কথা জানিয়েছেন ফিঞ্চ
ধারাভাষ্যকক্ষে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি আতহার আলী খান। এই ছবি দিয়ে আতহার বাংলাদেশের ব্যথর্তায় নিজের হতাশার কথা জানিয়েছেন। এসবের পরও নিজের কাজ করে যেতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক এই ক্রিকেটার
বিশ্বকাপের ম্যাচ বিশ্লেষণ করে আলোচনায় আছেন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক। খেলা দেখা এবং খেলা নিয়ে আলোচনার ফাঁকে উদ্‌যাপন করেছেন ছেলের জন্মদিনও
ধর্মশালায় রুদ্ধশ্বাস ম্যাচে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি নিউজিল্যান্ড। হারের ক্ষত নিয়েই এবার পুনেতে পৌঁছেছে কিউইরা
খেলার সঙ্গে গত কয়েক দিন ধর্মশালার সৌন্দর্য বেশ উপভোগ করেছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার গ্লেন ফিলিপস। বিভিন্ন সময় ঘোরাফেরার ছবিও পোস্ট করেছেন তিনি। তবে আপাতত পরের ম্যাচগুলোর জন্য পুনেতে যেতে হয়েছে তাঁকে। এই ছবি এবং এর সঙ্গে জুড়ে দেওয়া ‘আবার আসার আগপর্যন্ত’ ক্যাপশনটিই বলছে, জায়গাটাকে মিস করবেন ফিলিপস
এই পোস্টার হাতে আজ ভারত-ইংল্যান্ড ম্যাচ উপভোগ করতে এসেছেন এক দর্শক। যেখানে লেখা, ‘রাজা কোহলিকে দেখার জন্য চাকরি ছেড়ে এসেছি।’ কোহলি অবশ্য শূন্য রানে আউট হয়ে হতাশ করলেও দলের জয়ে এই দর্শক নিশ্চয় আনন্দ পেয়েছেন